Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

International Millet Year "মিলেট - পুষ্টিকর খাদ্য না নেহাতই চমক ?"


 

International Millet Year 

"মিলেট - পুষ্টিকর খাদ্য না নেহাতই চমক ?"



Sangbad Prabhati, 18 August 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ২০২৩ আন্তর্জাতিক মিলেট বর্ষ। এই উপলক্ষে ১৮ আগস্ট বর্ধমান সায়েন্স সেন্টারে আয়োজিত হলো একদিনের জেলাস্তরের সেমিনার। "মিলেট - পুষ্টিকর খাদ্য না নেহাতই চমক ?" এই বিষয়টির উপর পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আজ সেমিনারের পাশাপাশি একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের প্রতিযোগিতায় ১৬ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেয়।

বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কো-অর্ডিনেটর নিখিলেশ বিশ্বাস ছাড়াও এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নবকুমার মন্ডল ও অধ্যাপক সৌমেন্দ্র নাথ চ্যাটার্জী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের ছাত্র স্বর্ণাভ চৌধুরী, দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র মাহিরাহ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেছে ম্যাগনাস গ্লোবাল স্কুলের ছাত্রী অদিতি দাস। 

উল্লেখ্য ভারত সরকার ২০২৩-কে ‘আন্তর্জাতিক মিলেট বর্ষ’ হিসেবে উদযাপনের যে প্রস্তাব রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে দিয়েছিল তা গৃহীত হওয়ায় কেন্দ্র বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মিলেট বর্ষকে জন-আন্দোলনে পরিণত করার উদ্যোগ নিয়েছেন, যার মূল উদ্দেশ্য ভারতকে মিলেট অর্থাৎ, জোয়ার, বাজরা এবং রাগির আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। 

মিলেট একটি দানা শস্য যা বাজরা নামে বহুল পরিচিত আমাদের দেশে। এই শস্যের পুষ্টি গুণ যেমন রয়েছে তেমনি দামও কম। এছাড়া,মিলেটে গ্লুটেন থাকে না, প্রোটিন, ফাইবার ও অ্যান্টি এক্সিডেন্টের সমাহার। কার্বোহাইড্রেট সমৃদ্ধ এই মিলেটে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল রয়েছে।