Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Cyber Crime সাইবার সুরক্ষা নিয়ে জেলা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সচেতনতা শিবির



Cyber Crime 
সাইবার সুরক্ষা নিয়ে জেলা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সচেতনতা শিবির 





Balaram Saha
Sangbad Prabhati, 13 August 2023

বলরাম সাহা, রায়না : পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। রবিবার রায়না বাজার এবং সেহারাবাজার এই দুই এলাকাতেই সাইবার সচেতনতা সম্পর্কে শিবির করা হয়।
সাইবার দুনিয়ার কীর্তিকলাপ সম্পর্কে সাধারণ মানুষকে সবিস্তার বোঝালেন পুলিশ কর্মীরা। তথ্য প্রযুক্তির যুগে সকলেই স্মার্টফোন-ইন্টারনেটের উপর নির্ভরশীল। এর ফলে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমের ঘটনা। এই প্রতারণার খপ্পরে পড়ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলে। বর্তমানে কোনও জিনিস কেনা থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে নানানভাবে ফাঁদে পড়ছে আমজনতা। মোবাইল গেম, অনলাইনে টাকা লেনদেন করতে গিয়ে মোটা টাকা খোয়ানোর ঘটনাও মাঝেমধ্যেই সামনে উঠে আসছে। 
এই ধরনের বিষয়গুলি থেকে বাঁচতে কতগুলো বেসিক ব্যাপার গোড়া থেকেই মাথায় রাখার পরামর্শ দিলেন পুলিশ আধিকারিকরা। 
সাইবার সম্পর্কে সচেতনতার শিবিরে উপস্থিত ছিলেন আই পি এস অফিসার শ্রীনিবাস এমপি, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআই(সি) সুব্রত কুমার ঘোষ, রায়না থানার ওসি সৈকত মন্ডল, সেহারাবাজার ফাঁড়ির ওসি প্রিতম বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা।