বর্ধমানে ১০ দিন ব্যাপী দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির
Sangbad Prabhati, 7 August 2023
মণিমোহন গোস্বামী, বর্ধমান : শহর বর্ধমানে ১০ দিন ব্যাপী শুরু হলো দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির। ৭ আগস্ট থেকে বর্ধমানের নতুনগঞ্জে মহারাজাধিরাজ প্রতিষ্ঠিত বিজয় চতুষ্পাঠিতে দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সুব্রত মিশ্র। উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ সংস্কৃত সেবি সমিতির রাজ্য শাখার যুগ্ম সম্পাদক ও বর্ধমান জেলার সম্পাদক তথা বিজয় চতুষ্পাঠির অধ্যাপক দেবাশীষ মুখোপাধ্যায়। বর্ধমান জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের প্রতিনিধিরা সহ বহু পন্ডিত অধ্যাপক ও অধ্যাপিকারা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান।
নিখিল বঙ্গ সংস্কৃত সেবি সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ জনের অধিক শিক্ষার্থী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন। এদের মধ্যে যেমন রয়েছেন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সাধারণ পূজারী, পন্ডিত, পুরোহিত, অধ্যাপক, রয়েছেন মহিলা শিক্ষার্থী ও উৎসুক মানুষজন যারা পুজোর বিষয়টা জানতে চান ও শিখতেও চান। প্রশিক্ষণ শেষে সকলকে শংসাপত্র দেওয়া হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
র্র্ধমানে ১০ দিন ব্যাপী র্গাপুজো প্রশিক্ষণ শিবির মানে ১০ দিন ব্যাপী দুর্গাপুজো প্ক্ শ