Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি'র নতুন জেলা সভাপতি


 

District President of BJP

বিজেপি'র নতুন জেলা সভাপতি 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 6 August 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বিজেপি'র বর্ধমান সদর জেলা সভাপতি পদে পুনর্বার নির্বাচিত হলেন অভিজিৎ তা। রবিবার নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া শেষ হতে না হতেই লোকসভা ভোটে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও। আর সেই লক্ষ্যেই গুটি সাজাতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিজেপি জেলা নেতৃত্বে রদবদল করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিভিন্ন জেলায় রদবদল হলেও পূর্ব বর্ধমান সদর জেলায় বিজেপি আস্থা রেখেছে অভিজিৎ তা এর উপরেই। তাঁকেই সভাপতি পদে পুনঃবহাল করা হলো।

উল্লেখ্য জুলাই মাসের শেষে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ডাকে দিল্লিতে গিয়েছিলেন সেখানেই তিনি জানিয়েছিলেন, 'সাংগঠনিক রদবদল দলে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখন মণ্ডলস্তরে রদবদল চলছে। এরপর জেলাস্তরে হবে। রাজ্যস্তরেও হতে পারে।' ঠিক সেই সূত্র ধরেই আজ, ৬ আগস্ট বড় ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।