Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি'র নতুন জেলা সভাপতি


 

District President of BJP

বিজেপি'র নতুন জেলা সভাপতি 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 6 August 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বিজেপি'র বর্ধমান সদর জেলা সভাপতি পদে পুনর্বার নির্বাচিত হলেন অভিজিৎ তা। রবিবার নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া শেষ হতে না হতেই লোকসভা ভোটে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও। আর সেই লক্ষ্যেই গুটি সাজাতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিজেপি জেলা নেতৃত্বে রদবদল করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিভিন্ন জেলায় রদবদল হলেও পূর্ব বর্ধমান সদর জেলায় বিজেপি আস্থা রেখেছে অভিজিৎ তা এর উপরেই। তাঁকেই সভাপতি পদে পুনঃবহাল করা হলো।

উল্লেখ্য জুলাই মাসের শেষে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ডাকে দিল্লিতে গিয়েছিলেন সেখানেই তিনি জানিয়েছিলেন, 'সাংগঠনিক রদবদল দলে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখন মণ্ডলস্তরে রদবদল চলছে। এরপর জেলাস্তরে হবে। রাজ্যস্তরেও হতে পারে।' ঠিক সেই সূত্র ধরেই আজ, ৬ আগস্ট বড় ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।