Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সদ্য নির্বাচিত সিপিআইএমের সদস্যের তৃণমূলে যোগদান


 

সদ্য নির্বাচিত সিপিআইএমের সদস্যের তৃণমূলে যোগদান

Atanu Hazra
Sangbad Prabhati, 27 August 2023

অতনু হাজরা, জামালপুর : পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ। ঠিক এই সময়ই জামালপুরের পাড়াতল ১ পঞ্চায়েতের সাহাপুর গ্রামের সিপিআইএম থেকে গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত সদস্য রাজু পরামানিক (বুথ নং ১৩১) আজ সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তিনি বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক দের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ছিলেন পাড়াতল ১পঞ্চায়েতের প্রধান কামিনী কুমুদ ঘোষ, উপ প্রধান উত্তম হাজারী। বিধায়ক অলক কুমার মাঝি বলেন কিছু কিছু মানুষ কে সিপিএম বা বিজেপি ভুল বুঝিয়ে পঞ্চায়েত ভোট দাঁড় করিয়েছিল। ভোটের পর তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে তাঁরা তৃণমূলে যোগদান করছেন বা করতে চাইছেন। রাজু বাবুকে তিনি দলে স্বাগত জানিয়েছেন।

 ব্লক সভাপতি মেহেমুদ খান রাজু বাবুকে দলে স্বাগত জানিয়ে বলেন, অনেকেই ভুল বুঝে অন্য দলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তাঁরা এখন ভুল বুঝতে পারছেন। তিনি বলেছেন যাঁরা ভুল বুঝতে পারবেন সকলকেই স্বাগত। সদ্য প্রধানের দায়িত্ব পেয়েছেন কামিনী কুমুদ ঘোষ তার পরেই এই জয়েনিং তাঁকেও অনেকটাই অক্সিজেন যোগাবে। ব্লক সভাপতি বলেন আগামীতে এরকম জয়েনিং আরো দেখা যাবে। এখন দেখার লোকসভা ভোটের আগে জামালপুরে বিরোধীদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়।