চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

মাছ চাষীদের স্বনির্ভর করতে ব্লকের তরফে সহায়তা


 

মাছ চাষীদের স্বনির্ভর করতে ব্লকের তরফে সহায়তা




Kajal Mitra
Sangbad Prabhati, 24 August 2023

কাজল মিত্র, আসানসোল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এবং মৎস্য দপ্তরের উদ্যোগে বারাবনি বিধানসভার অন্তর্গত বারাবনি ব্লক ও সালানপুর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে মোট ১০ জন মাছ চাষীদের জাল ও হাঁড়ি তুলে দেওয়া হলো। বৃহস্পতিবার সালানপুর ব্লকে মাছচাষীদের মধ্যে পাঁচজন মাছচাষীকে একটি করে হাঁড়ি এবং মাছ ধরার জাল তুলেদেন সভাপতি কৈলাশপতি মণ্ডল এবং সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ মোদক সহ আরো অনেকে।

 একই ভাবে বারাবনি ব্লকে সমষ্টি উন্নয়ন দপ্তরে এদিন পাঁচজন মাছ চাষীকে জাল ও হাঁড়ি তুলদেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ও সহ সভাপতি সুফল মাঝি সহ অন্যান্যরা।