মাছ চাষীদের স্বনির্ভর করতে ব্লকের তরফে সহায়তা
Kajal Mitra
Sangbad Prabhati, 24 August 2023
Sangbad Prabhati, 24 August 2023
কাজল মিত্র, আসানসোল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এবং মৎস্য দপ্তরের উদ্যোগে বারাবনি বিধানসভার অন্তর্গত বারাবনি ব্লক ও সালানপুর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে মোট ১০ জন মাছ চাষীদের জাল ও হাঁড়ি তুলে দেওয়া হলো। বৃহস্পতিবার সালানপুর ব্লকে মাছচাষীদের মধ্যে পাঁচজন মাছচাষীকে একটি করে হাঁড়ি এবং মাছ ধরার জাল তুলেদেন সভাপতি কৈলাশপতি মণ্ডল এবং সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ মোদক সহ আরো অনেকে।
একই ভাবে বারাবনি ব্লকে সমষ্টি উন্নয়ন দপ্তরে এদিন পাঁচজন মাছ চাষীকে জাল ও হাঁড়ি তুলদেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ও সহ সভাপতি সুফল মাঝি সহ অন্যান্যরা।