রক্ত সংকট মেটাতে আকাশের উদ্যোগ
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হলো আকাশ। যারা সারাবছর বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে থাকে। আজ তারা জামালপুর বাসস্ট্যান্ডের কাছে মহাপ্রভু লজে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। আকাশ পরিবারের সকল সদস্যসদস্যা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে।
আকাশের সভাপতি অয়ন চক্রবর্তী জানান ৫২ জন রক্তদাতা রক্তদান করেন আজকের এই শিবিরে। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। আজ সকালে তারা তাদের পাঠশালা যে প্রজেক্ট চালায় সেখানে তারা ১০০টি চারা গাছ বসায়।
তিনি আরো জানান আজ তাঁদের সঙ্গে সংকল্প, সংগঠন, যুবশক্তি, আঁচল সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা যোগদান করেছে। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। প্রত্যেক রক্তদাতাদের টিফিন ও লাঞ্চ দেওয়া হয় ও প্রত্যেকের হতে আকাশের পক্ষ থেকে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আজ সন্ধ্যায় তারা সোশ্যাল মিডিয়ায় একটি প্রোগ্রামের আয়োজন করেছিল যেখানে কলকাতা এস এস কে এম হাপাতালের দুজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন যেখানে বিনা খরচে মহিলারা তাঁদের জটিল অসুখের বিষয়ে পরামর্শ নিয়েছেন। তাদের এই প্রয়াস চলতেই থাকবে বলে অয়ন চক্রবর্তী জানান।