Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদে পূর্ণিমা মালিক ও ভূতনাথ মালিক


 

জামালপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদে পূর্ণিমা মালিক ও ভূতনাথ মালিক 




Atanu Hazra
Sangbad Prabhati, 11 August 2023

অতনু হাজরা,জামালপুর : পুরো জেলার সাথে জামালপুরেও আজ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন হয়ে গেলো আজ। দুপুর ১টার সময় জামালপুর গুহ মার্কেটের ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল করে পঞ্চায়েত সমিতির ৩৯ জন সদস্য, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যরা ও কর্মী সমর্থকদের নিয়ে ব্লক অফিসে এসে পৌঁছান। মিছিলে সামনে হাঁটেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা এবারে পঞ্চায়েত সমিতির আসনে জয়ী মেহেমুদ খান। সেখানে নিজেদের নির্বাচনে জয়ের সার্টিফিকেট দেখে তাদের পঞ্চায়েত সমিতির মিটিং হলে প্রবেশ করান জামালপুর থানার পুলিশ। 

জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন নির্দিষ্ট নিয়ম মেনেই আজ জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করা হয়েছে। যেহেতু দুটি পদের জন্য একজন করেই প্রস্তাবক ও সমর্থক ছিল তাই ভোট করতে হয় নি। সভাপতি হিসাবে পূর্ণিমা মালিক ও সহ সভাপতি হিসাবে ভূতনাথ মালিক নির্বাচিত হয়েছেন। সদ্য নির্বাচিত সভাপতি পূর্ণিমা মালিক বলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ও গত বারের পঞ্চায়েত সমিতির যে অসমাপ্ত কাজ ছিল সেগুলোই দ্রুত রূপায়ণ করা হবে।

 সহ সভাপতি ভূতনাথ মালিক বলেন দল তাঁদের মনোনীত করেছে ও জামালপুরের মানুষ ভোটে তাঁদের আশীর্বাদ করেছেন তাই মা মাটি মানুষের সরকারের যে লক্ষ ও কাজ তাই তাঁরা করে যাবেন। রাস্তা ও পানীয় জলের বিষয়টা তাঁরা আগে গুরুত্ব দিয়ে দেখবেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন দলের নির্দেশ মেনে দল মনোনীত প্রার্থীরা আজ সভাপতি ও সহ সভাপতি নির্বাচন হয়েছে। পূর্ণিমা মালিক সভাপতি ও ভূতনাথ মালিককে সহ সভাপতি নির্বাচন করা হয়েছে। সদ্য নির্বাচিত সভাপতি ও সহ সভাপতি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবাই করবে বলে তিনি জানান।