Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bardhaman Junction অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পূর্ব রেলের বর্ধমান জংশন স্টেশনের নিউ লুক


 

Bardhaman Junction

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পূর্ব রেলের বর্ধমান জংশন স্টেশনের নিউ লুক




Sangbad Prabhati, 26 August 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব রেলের আইকনিক বর্ধমান জংশন নতুন ভাবে রূপান্তরের একটি উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করেছেন, যা সম্মানিত অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে একটি উল্লেখযোগ্য পুনর্নির্মাণের জন্য প্রস্তুতি। এই স্বপ্নদর্শী প্রকল্পটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা প্রদান, যাত্রীদের উন্নত অভিজ্ঞতা এবং স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির প্রতি ভারতীয় রেলের প্রতিশ্রুতির একটি প্রমাণ। বর্ধমান জংশনের আসন্ন রূপান্তর এই মিশনের কর্মের একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে দাঁড়িয়েছে।

বর্ধমান জংশন পুনঃউন্নয়ন প্রকল্পটি দেখতে সামগ্রিক ভাবে একটি আধুনিক স্থাপত্যগত যা সমসাময়িক নকশাকে এর ভৌগলিক তাৎপর্যের সাথে পুরোপুরি মিশ্রিত করবে। স্টেশনটির নতুন চেহারাটি নান্দনিকতা এবং কার্যকারিতার মিশ্রণের প্রতিশ্রুতি দেয়, যা রেলওয়ে স্টেশন ডিজাইনের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করে।

এখানে বিস্তৃত অপেক্ষার জায়গা, সুন্দর সঞ্চালন এলাকা, উন্নত সম্মুখভাগ যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে পুনঃউন্নয়নের কেন্দ্রবিন্দু রয়েছে। বিশেষ করে আলো, নান্দনিকভাবে ডিজাইন করা অভ্যন্তরীণ ব্যবস্থা, ওয়েটিং হল, টিকিট কাউন্টার, ভালো মানের মানসম্মত সাইনবোর্ডের ব্যবস্থা সহ অনেক কিছু হবে।

যাত্রী সাধারনের সুবিধার্থে থাকবে টেকসই আসবাবপত্র, সমগ্র স্টেশনে থাকবে ১৪ টি লিফট ও ৭ টি এক্সেলেটর। সামগ্রিক প্রকল্প বাস্তবায়নে ৬৪ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। 

তিনি আরও জানান, পরিবেশ-বান্ধব বৈশিষ্ট্য যেমন মনোরম আলোর ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম এবং একটি সবুজ স্টেশন পরিবেশ তৈরির লক্ষ্য থাকবে।

নবনির্মিত স্টেশনটি স্থানীয় ব্যবসায়িদের জন্য বাণিজ্যিক স্থান অফার করবে, স্টেশন চত্বরের মধ্যে একটি প্রাণবন্ত বাজার তৈরি করবে এবং স্থানীয় অর্থনীতিতে বর্ধমান জংশনের বিশেষ গুরুত্ব থাকবে।