Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Badminton Association জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত


 

Badminton Association

জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত 




Sk Samsuddin
Sangbad Prabhati, 21 August 2023

সেখ সামসুদ্দিন, ২১ আগস্টঃ পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা রবিবার সন্ধ্যায় টেক এন্ড টি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এখানে নতুন কমিটিতে প‍্যাট্রণ আশীষ কুমার মুখার্জী (বর্ধমান), প্রেসিডেন্ট সুশীল কুমার মিশ্র (কালনা), সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট সমর দাস (কাটোয়া), ভাইস প্রেসিডেন্ট মনোজ পাঁজা (বড়শুল), ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ রায় (সদর সাউথ), ভাইস প্রেসিডেন্ট দেবদাস রুদ্র (ভাতার), ভাইস প্রেসিডেন্ট তারকনাথ ব্যানার্জী (বর্ধমান), ভাইস প্রেসিডেন্ট সুব্রত ঘোষ (বর্ধমান), জেনারেল সেক্রেটারি সুহাস নাথ (বর্ধমান), অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুব্রত দত্ত (বর্ধমান), অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীকান্ত বিশ্বাস (বড়শুল), কোষাধ্যক্ষ পুষ্পেন্দু সামন্ত, অফিস কো-অর্ডিনেটর শেখ মোহাম্মদ খুশিবর, মেম্বার ডাঃ অরিন্দম বিশ্বাস, সঞ্জয় অধিকারী, সন্দীপ হালদার, তরুণ সিকদার, মিলন দেবনাথ, জগন্নাথ তালুকদার ও কৃষ্ণা ভট্টাচার্য্য। এই নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব বহন করবে বলে জানান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সুশীলবাবু। তিনি আরও জানান পূর্ব বর্ধমানের এখনো পর্যন্ত এফিলিয়েশন না পাওয়ায় খেলোয়ারদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তবে সার্বিক প্রচেষ্টা থাকবে যাতে দ্রুত অ্যাফিলিয়েশন আদায় করে নেওয়া যায়।