Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Repolling কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নজরদারিতে পুনঃনির্বাচন শান্তিপূর্ণ


 

Repolling

কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নজরদারিতে
পুনঃনির্বাচন শান্তিপূর্ণ 



Jagannath Bhoumick
Sangbad Prabhati, 10 July 2023

জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : রাজ্যের ৬৯৬ টি বুথে পুনরায় ভোট গ্রহণ চলছে। এই তালিকায় পূর্ব বর্ধমানের তিনটি বুথেও পুনঃনির্বাচন হচ্ছে। ভাতার ব্লকের ওড়গ্রাম অঞ্চলের ১৮ নম্বর বুথে পুনঃনির্বাচন হচ্ছে। এছাড়া পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকশিমপাড়া বোধসা এফ পি স্কুলের ১০২ এবং ১০২ কে এ এই দুটি বুথে পুনঃনির্বাচন হচ্ছে। ভোট শুরু হতেই লম্বা লাইন পড়ে যায়। তবে আজকে কোথাও কোনো অশান্তি বা অসঙ্গতি নেই। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নজরদারিতেই ভোট গ্রহণ চলছে।

উল্লেখ্য ভাতারের ওড়গ্রামের ১৮ নম্বর বুথে ৮ জুলাই ভোট গ্রহণের সময় হঠাৎই ব্যালট বাক্স ছিনতাই করে পুকুরের জলে নিয়ে ফেলে দেয়। পুলিশ সেই ব্যালট বাক্স উদ্ধার করে আনে তবে এই বুথে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। আজ ওড়গ্রাম জি এস এফ পি বিদ্যালয়ের ১৮ৎনম্বর বুথে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৬৩.৪০ শতাংশ।

অন্যদিকে ব্যালটে ভুলের কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় পূর্বস্থলী ২ ব্লকের মুকসিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোধশা এফ পি স্কুলের ১০২ নম্বর এবং ১০২ কে এ বুথে। এখানে ভোট শুরু হওয়ার পর বেলা ১১টা নাগাদ ব্যালট পেপারে ত্রুটি ধরা পড়ে। দেখা যায় সিপিআই(এম) প্রার্থী পনিতা বেশরার নামের পাশে পদ্মফুল চিহ্ন এবং বিজেপি প্রার্থী বাহা সরেনের নামের পাশে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন রয়েছে। সঙ্গে সঙ্গেই ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। আজ এই দুটি বুথে পুনরায় ভোট গ্রহণ চলছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে এই দুটি বুথেও শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। সকাল থেকেই পুরুষ এবং মহিলারা লাইন দিয়ে ভোট দিচ্ছেন। বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭০.৪৩ শতাংশ।