Lions club of Bishwabandhu
বর্ধমান বিশ্ববন্ধু লায়ন্স ক্লাবের ২৫ তম অভিষেক রজনী
Sangbad Prabhati, 15 July 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রজতজয়ন্তী বর্ষে বর্ধমান বিশ্ববন্ধু লায়ন্স ক্লাব। ১৫ জুলাই বর্ধমান ভবনে বিশ্ববন্ধু লায়ন্স ক্লাবের ২৫ তম অভিষেক রজনীর অনুষ্ঠান হয়। এদিন বিশিষ্ট আইনজীবী অমিয় চৌধুরী বর্ধমান বিশ্ববন্ধু লায়ন্স ক্লাবের ২০২৩ - ২৪ বর্ষের সভাপতি হিসেবে অভিষিক্ত হলেন।
উল্লেখ্য ১৯৯৯ সালে লায়ন্স ক্লাব প্রিয়দর্শিনির হাত ধরে আত্মপ্রকাশ করেছিল বর্ধমান বিশ্ববন্ধু লায়ন্স ক্লাব। বিশ্ববন্ধু লায়ন্স ক্লাব বলতেই দুটি মুখ সকলের সামনে ভেসে ওঠে। মহেন্দ্র গর্গ এবং সুব্রত মন্ডল। মাদার লায়ন্স ক্লাব প্রিয়দর্শিনী আজ আর নেই। কিন্তু মহেন্দ্র গর্গ এবং সুব্রত মন্ডল ও অন্যান্য সদস্যদের নিরন্তর প্রচেষ্টায় সামাজিক নানা কর্মকান্ডের মাধ্যমে গুটি গুটি পায়ে অনেকগুলি বছর পেরিয়ে এসে আজ বিশ্ববন্ধু উদ্দীপ্ত যৌবনে এগিয়ে চলেছে।
১৫ জুলাই বর্ধমান ভবনে বিশেষ অতিথি হিসেবে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে লায়ন্স ক্লাব বিশ্ববন্ধু'র ২৫ তম অভিষেক রজনী অনুষ্ঠানের সূচনা করেন অবসরপ্রাপ্ত বিচারক লায়ন পার্থ সারথি চক্রবর্তী। এরপর ক্লাবের বিদায়ী সভাপতি প্রদীপ দাস এর সভাপতিত্বে মূল অনুষ্ঠান শুরু হয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্সের রিজিওনাল কোঅর্ডিনেটর (জিএমটি) তথা এদিনের ইনস্টলেশন অফিসার অম্বিকা মুখার্জী, লায়ন্স ক্লাব বিশ্ববন্ধু'র এক্সটেনশন চেয়ারপার্সন রেখা যশ, জোন চেয়ারম্যান জহর মন্ডল প্রমুখ।
ইনস্টলেশন অফিসার অম্বিকা মুখার্জী এদিন ২০২৩ - ২৪ বর্ষের নতুন বোর্ড কর্মকর্তাদের তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করে অভিষিক্ত করান। বর্ধমান বিশ্ববন্ধু লায়ন্স ক্লাবের সভাপতি হিসেবে অমিয় চৌধুরী, বিদায়ী সভাপতি প্রদীপ দাস, প্রথম সহসভাপতি অভীক কর্মকার, দ্বিতীয় সহসভাপতি প্রবীর সাধু, সম্পাদক সঞ্জীব আগরওয়াল, কোষাধ্যক্ষ বিনোদ কুমার ঘোষ, মেম্বারশিপ চেয়ারপার্সন নিশীথ আগরওয়াল, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর মহেন্দ্র গর্গ, ক্লাব সার্ভিস কোঅর্ডিনেটর সুব্রত মন্ডল, এলসিআইএফ কোঅর্ডিনেটর দিলীপ পোদ্দার, মার্কেটিং এ্যান্ড কমিউনিকেশন চেয়ারপার্সন রাম খান্না। এছাড়া বোর্ডের ডিরেক্টর সন্দীপ ভীমরাজকা, রাজেন্দ্র পোদ্দার, দিলীপ সারোগি, গৌতম ঘোষ, মহেন্দ্র আগরওয়াল, সঞ্জয় গুপ্তা, সুশীল ভাটিয়া ও সৌরভ আগরওয়াল শপথ নেন।