Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Doctors Day চিকিৎসক দিবসে চিকিৎসকদের সম্মাননা


 

Doctors Day

চিকিৎসক দিবসে চিকিৎসকদের সম্মাননা





Sangbad Prabhati, 1 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ ১ লা জুলাই পশ্চিমবঙ্গের রূপকার তথা বাংলার বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায় এর জন্মদিন এবং প্রয়াণ দিবস। এই দিনটি ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়।

আজকের এই বিশেষ দিনে স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস বর্ধমানের কয়েকজন বিশিষ্ট চিকিৎসকদের সম্মানিত করার মাধ্যমে ডাঃ বিধান চন্দ্র রায় এর প্রতি শ্রদ্ধা জানালো। সংস্থার সহ সম্পাদক অর্ণব হালদার জানান, আজ কুড়মুন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ গদাধর মুখার্জী, জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের শিশু বিশেষজ্ঞ ডাঃ সোমনাথ সরকার সহ ডাঃ চন্দ্রজিৎ কুন্ডু, ডাঃ এন. সি মন্ডল এবং অন্যান্য বিশিষ্ট চিকিৎসকদের সম্মান জানানো হয়। মিলিত প্রয়াস এর পক্ষ থেকে সম্পাদক প্রতনু রক্ষিত এর পরিচালনায় সদস্যরা এদিন চিকিৎসকদের চেম্বার এবং বাড়িতে গিয়ে তাদের সম্মানিত করেন। 

অন্যদিকে আজ চিকিৎসক দিবস উপলক্ষ্যে মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ফুলের স্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী রুপা খাতুন, প্রাক্তন কাউন্সিলর প্রতিমা বসাক, আইএনটিটিইউসি সভাপতি সেখ আসরফ, জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান সন্তু নায়েক, সংখ্যালঘু সেলের সভাপতি মিনহাজ আহমেদ, সহ অন্যান্য শাখা সংগঠনের সভাপতি ও ১ নং ওয়ার্ড সভাপতি অজিত কুমার সিং সহ অন‍্যান‍্য ওয়ার্ড সভাপতিরা।