Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Conspiracy exposed নির্বাচনে ষড়যন্ত্র ফাঁস, গ্রেপ্তার সিপিআইএমের দলীয় প্রার্থী


 

Conspiracy exposed

নির্বাচনে ষড়যন্ত্র ফাঁস, গ্রেপ্তার সিপিআইএমের দলীয় প্রার্থী 




Atanu Hazra
Sangbad Prabhati, 18 July 2023

অতনু হাজরা, জামালপুর : সিপিআইএম যে মানুষের কাছে প্রত্যাখ্যাত সেটা প্রমাণ হয়ে গেছে সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে। রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি লাগিয়ে নিজেদের পালে হওয়া টানতে চেয়েছিল তারা। সেই ষড়যন্ত্রকারীরাই এবার পুলিশের জালে। পূর্ব বর্ধমানের জামালপুরে এই রকমই চক্রান্ত বা ষড়যন্ত্র করে ভোট বৈতরণী পার হতে চেয়েছিল সিপিআইএম। ভোটের আগেই সিপিআইএম এর দুই প্রার্থী স্বামী ও স্ত্রী যথাক্রমে সুশান্ত মন্ডল ও দেবিকা দেবনাথ। জামালপুরে উত্তর মোহনপুরে বাড়ি। ভোটের আগে তাদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ফেলেছে বলে হুলুস্থুল পড়ে যায়। তাদের বাড়ি থেকে দুটি বোমা উদ্ধার হয়। সাথে সাথেই তাদের বাড়িতে যায় জামালপুর থানার পুলিশ। বোমা উদ্ধার করে আনেন তাঁরা। জামালপুর থানার পুলিশ শুরু করে তদন্ত। তদন্ত করতে গিয়ে তাঁদের সন্দেহ হয় রাম সরকার নামে এক ফুচকা বিক্রেতাকে যে এলাকায় সক্রিয় সিপিআইএম কর্মী। তার উপর নজর রাখে পুলিশ। নির্দিষ্ট কিছু সূত্র পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকেন পুলিশ অফিসার। জিজ্ঞাসাবাদের সময়ই সে স্বীকার করে যে ওই বোমা ফেলা হয়েছিল সিপিআইএমের দুই প্রার্থীদের সুশান্ত মন্ডল ও দেবিকা দেবনাথের ষড়যন্ত্রে। ভোট জেতার জন্য তারা খুব সুন্দর ভাবে একটি পরিকল্পনা করে। রামকে সঙ্গী করে তারা। ঘটনার দিন রাতে সে দোলোর ডাঙ্গায় সিপিআইএমের পার্টি অফিস সন্নিহিত অঞ্চলে রাত্রিকালীন একটি ক্রিকেট প্রতিযোগিতার মাঠে ফুচকা বিক্রি করছিল। সেই সময়ই তার কাছে বোমা গুলি পৌঁছে দেয় সুশান্ত মন্ডল। সে বাড়ি ফিরে আসার সময় দুটি বোমা তাদের দরজার সামনে রেখে একটি বোমা ফাটিয়ে নিজের বাড়িতে ঢুকে যায়। এই সমস্ত কথা সে জেরায় স্বীকার করেছে বলে জামালপুর থানা সূত্রে জানা যায়। বোমা ফাটার ঘটনায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে জামালপুর থানায় একটি লিখিত অভিযোগও করা হয়। তারই ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাম সরকারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রেপ্তার করে। তাকে আদালতে তুলে ১০দিন পুলিশী হেফাজতে চান। আদালত তাকে ৭ দিন পুলিশ হেফাজত দেয়। এই বিষয় নিয়ে মুখে কুলুপ সিপিএম ব্লক নেতৃত্বের। তাঁরা এটি বিচারাধীন বলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান নি। 

এদিকে এই ঘটনায় সিপিএম কে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, ঘটনা ঘটার সময়ই তিনি বলেছিলেন এটি সিপিআইএমের সাজানো ঘটনা। এখন সেটা প্রমাণ হয়ে গেলো। কিন্তু এত সন্ত্রাসের আবহ তৈরি করেও তাদের লাভের লাভ কিছুই হয় নি। মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আসলে এই দলটির ও তাদের নেতাদের ন্যূনতম লজ্জা বলে কিছু নেই। তিনি চান অবিলম্বে দোষী ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তার করে তাদের শাস্তির ব্যবস্থা করুন। পুলিশ প্রশাসনের প্রতি তাঁদের আস্থা আছে বলে তিনি জানান। আমরা যোগাযোগ করেছিলাম সিপিআইএমের প্রাক্তন বিধায়ক সমর হাজরার সাথে। তিনি প্রাথমিক কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি বলেছেন দল ভালোভাবে পর্যালোচনা করে তারপর তাঁরা বক্তব্য দেবেন। সিপিআইএম নেতা সুকুমার মিত্র বিচারাধীন বিষয় বলে এড়িয়ে গেলেও তিনি বলেন এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটালে দল তার পাশে থাকবে না। সুশান্ত মন্ডল ও দেবিকা দেবনাথ দলের সেভাবে কেউই গুরুত্বপূর্ন কেউ নয়। দল পঞ্চায়েতে সাধারণ মানুষকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করেছিল। তবে তারা সিপিআইএম কর্মী সেটা তিনি স্বীকার করে নেন। এদিকে রাম সরকারকে জিজ্ঞাসাবাদ করে সিপিআইএমের প্রার্থী সুশান্ত মণ্ডলকে গ্রেপ্তার করে জামালপুর থানার পুলিশ। তাঁকে ডাক্তারি পরীক্ষার পর আজ আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেবার আবেদন করেছে আদালতে।