Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

১০ জলাই পুনরায় পঞ্চায়েত নির্বাচন, কোন জেলায় কত বুথে এক ঝলকে দেখে নিন



১০ জলাই পুনরায় পঞ্চায়েত নির্বাচন, কোন জেলায় কত বুথে এক ঝলকে দেখে নিন 




Sangbad Prabhati, 9 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাত পোহালেই ফের ত্রিস্তর পঞ্চায়েত ভোট। রাজ্যের ৬৯৬ টি বুথে পুনঃনির্বাচন হবে। এরমধ্যে পূর্ব বর্ধমান জেলার তিনটি বুথেও পুনঃনির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। ফলে ১০ জুলাই ভাতার ব্লকের ওড়গ্রাম অঞ্চলের মাহাতা হাই স্কুলের ১৮ নম্বর বুথে পুনঃনির্বাচন হবে। এছাড়া পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মুকশিমপাড়া বোধশা এফ পি স্কুলের ১০২ এবং ১০২ কে এ এই দুটি বুথে পুনঃনির্বাচন হবে। জানা গেছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই পুনঃনির্বাচন হবে।

পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পুনঃনির্বাচন হবে পশ্চিম বর্ধমান জেলার ৬টি বুথে, বাঁকুড়া ৮ টি বুথে, পুরুলিয়া ৪ টি বুথে, হুগলি জেলায় ২৯ টি বুথে পুনঃনির্বাচন হবে। সব থেকে বেশি সংখ্যক বুথে পুনঃনির্বাচন হবে মুর্শিদাবাদে। এখানে ১৭৫ টি বুথে পুনঃনির্বাচন হবে। মালদা জেলার ১১০ টি বুথে পুনঃনির্বাচন হবে। আলিপুরদুয়ারে ১টি বুথে পুনঃনির্বাচন হবে। দক্ষিণ দিনাজপুরের ১৮টি বুথে, উত্তর দিনাজপুরের ৪২ টি বুথে, হাওড়ার ৮টি বুথে, জপাইগুড়ির ১৪টি বুথে, নদিয়ার ৮৯টি বুথে, উত্তর ২৪ পরগনার ৪৬ টি বুথে, দক্ষিণ ২৪ পরগনার ৩৬ টি বুথে, পশ্চিম মেদিনীপুরের ১০টি বুথে,পূর্ব মেদিনীপুরের ৩১টি বুথে, কোচবিহারে ৫৩ টি বুথে পুনঃনির্বাচন হবে বলে জানা গেছে।