Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যাত্রাভিনেতা ও সংগঠক যাদব ঘোষ প্রয়াত


 

যাত্রাভিনেতা ও সংগঠক যাদব ঘোষ প্রয়াত 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 26 July 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : প্রয়াত হয়েছেন যাত্রাভিনেতা ও সংগঠক যাদব ঘোষ। বাংলা যাত্রা জগতের দুই দিকপাল পুরুষ পালাকার শম্ভু বাগ ও অভিনেতা রাখাল সিংয়ের সমকালীন দুঁদে অভিনেতা ও সংগঠক যাদব ঘোষ ২৬ জুলাই রাত পৌনে দশটায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই কন্যা, জামাতা, নাতি-নাতনি সহ অসংখ্য শুভানুধ্যায়ীদের রেখে গেছেন। 

তাঁর অকস্মাৎ প্রয়াণে বর্ধমানের যাত্রা ও নাট্য জগতের অপূরণীয় ক্ষতি হলো। বর্ধমান মুক্তমঞ্চের সম্পাদক ও নবনাট্য আন্দোলনের অন্যতম সদস্য তপন চৌধুরী জানান, শম্ভু বাগ মুক্তমঞ্চ নির্মাণে তাঁর জীবনপণ পরিশ্রমের কোনও তুলনা নেই। বর্তমান ক্ষয়িষ্ণু যাত্রা শিল্পে তিনি ছিলেন অমৃত পুরুষ। যাদব ঘোঘ বহু যাত্রা পালায় অভিনয়ের যে স্বাক্ষর রেখে গেছেন তা ইতিহাসে লেখা থাকবে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য যাত্রাপালা হলো জ্বালা,

কার্লমার্কস, শেষসংলাপ ইত্যাদি। যাত্রা ও নাট্য শিল্পীদের মাঝেই তিনি বেঁচে থাকবেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। যাদব বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বর্ধমানের সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।