Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

যাত্রাভিনেতা ও সংগঠক যাদব ঘোষ প্রয়াত


 

যাত্রাভিনেতা ও সংগঠক যাদব ঘোষ প্রয়াত 




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 26 July 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : প্রয়াত হয়েছেন যাত্রাভিনেতা ও সংগঠক যাদব ঘোষ। বাংলা যাত্রা জগতের দুই দিকপাল পুরুষ পালাকার শম্ভু বাগ ও অভিনেতা রাখাল সিংয়ের সমকালীন দুঁদে অভিনেতা ও সংগঠক যাদব ঘোষ ২৬ জুলাই রাত পৌনে দশটায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই কন্যা, জামাতা, নাতি-নাতনি সহ অসংখ্য শুভানুধ্যায়ীদের রেখে গেছেন। 

তাঁর অকস্মাৎ প্রয়াণে বর্ধমানের যাত্রা ও নাট্য জগতের অপূরণীয় ক্ষতি হলো। বর্ধমান মুক্তমঞ্চের সম্পাদক ও নবনাট্য আন্দোলনের অন্যতম সদস্য তপন চৌধুরী জানান, শম্ভু বাগ মুক্তমঞ্চ নির্মাণে তাঁর জীবনপণ পরিশ্রমের কোনও তুলনা নেই। বর্তমান ক্ষয়িষ্ণু যাত্রা শিল্পে তিনি ছিলেন অমৃত পুরুষ। যাদব ঘোঘ বহু যাত্রা পালায় অভিনয়ের যে স্বাক্ষর রেখে গেছেন তা ইতিহাসে লেখা থাকবে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য যাত্রাপালা হলো জ্বালা,

কার্লমার্কস, শেষসংলাপ ইত্যাদি। যাত্রা ও নাট্য শিল্পীদের মাঝেই তিনি বেঁচে থাকবেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। যাদব বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বর্ধমানের সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।