Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Cyclothan পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইক্লোথন


 

Cyclothan

পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইক্লোথন 




Sangbad Prabhati, 25 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় সাইক্লোথন আয়োজিত হল। মঙ্গলবার বর্ধমান স্টেশন থেকে যাত্রা শুরু করে কার্জন গেট হয়ে গোলাপবাগ ঘুরে পুনরায় স্টেশন চত্বরেই যাত্রা শেষ হয়। 

আয়োজকরা ছাড়াও বর্ধমান ওয়েভ, কেয়ার অফ বর্ধমান, মিলিত প্রয়াস, বি.আর.এম.সি, রোটারী ক্লাব অফ বর্ধমান অ্যামেনিটি, বি ফর বিপ্লব এবং ৪ বেঙ্গল এন.সি.সি'র দুই শতাধিক সদস্য সদস্যারা যোগ দেয় এই সাইক্লোথনে। উপস্থিত ছিলেন পরিব্রাজক পরিমল কাঞ্জি ও প্রসেনজিৎ দাস জোজো। 

সাইক্লোথন শেষে বিশ্ব উষ্ণায়ণ রোধের বার্তা নিয়ে তারা পুনরায় আজ ভারত ভ্রমণে যাত্রা শুরু করলেন, এদিনের সাইকেল যাত্রার উদ্বোধন করেন পরিবেশকর্মী ভিনয় জাজু। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, বিভিন্ন ভাবে সাইকেল কে মাধ্যম করে পরিবেশ বাঁচানোর চেষ্টা আমরা চালাচ্ছি, সচেতনতার প্রচারে নিয়মিত সাইকেল যাত্রা আয়োজিত হচ্ছে।