Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Cyclothan পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইক্লোথন


 

Cyclothan

পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইক্লোথন 




Sangbad Prabhati, 25 July 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় সাইক্লোথন আয়োজিত হল। মঙ্গলবার বর্ধমান স্টেশন থেকে যাত্রা শুরু করে কার্জন গেট হয়ে গোলাপবাগ ঘুরে পুনরায় স্টেশন চত্বরেই যাত্রা শেষ হয়। 

আয়োজকরা ছাড়াও বর্ধমান ওয়েভ, কেয়ার অফ বর্ধমান, মিলিত প্রয়াস, বি.আর.এম.সি, রোটারী ক্লাব অফ বর্ধমান অ্যামেনিটি, বি ফর বিপ্লব এবং ৪ বেঙ্গল এন.সি.সি'র দুই শতাধিক সদস্য সদস্যারা যোগ দেয় এই সাইক্লোথনে। উপস্থিত ছিলেন পরিব্রাজক পরিমল কাঞ্জি ও প্রসেনজিৎ দাস জোজো। 

সাইক্লোথন শেষে বিশ্ব উষ্ণায়ণ রোধের বার্তা নিয়ে তারা পুনরায় আজ ভারত ভ্রমণে যাত্রা শুরু করলেন, এদিনের সাইকেল যাত্রার উদ্বোধন করেন পরিবেশকর্মী ভিনয় জাজু। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, বিভিন্ন ভাবে সাইকেল কে মাধ্যম করে পরিবেশ বাঁচানোর চেষ্টা আমরা চালাচ্ছি, সচেতনতার প্রচারে নিয়মিত সাইকেল যাত্রা আয়োজিত হচ্ছে।