চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

জামালপুর মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষ শ্রাবন্তী ব্যানার্জী


 

জামালপুর মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষ শ্রাবন্তী ব্যানার্জী




Atanu Hazra
Sangbad Prabhati, 5 July 2023

অতনু হাজরা, জামালপুর : জামালপুর মহাবিদ্যালয় স্থায়ী অধ্যক্ষ পেল। নতুন অধ্যক্ষ ড. শ্রাবন্তী ব্যানার্জী আজই দায়িত্বভার গ্রহণ করেছেন। আগে হুগলির রামমোহন কলেজের রসায়নের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। বিগত এক বছর চার মাস জামালপুর মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন প্রফেসর বিনয় হালদার। 

গভর্নিং বডির পক্ষ থেকে সভাপতি ভূতনাথ মালিক ও সকল অধ্যাপক - অধ্যাপিকারা নবাগত অধ্যক্ষ ড. শ্রাবন্তী ব্যানার্জী কে স্বাগত জানান।