ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে পৌরসভা তৃণমূল কংগ্রেস কমিটির মহামিছিল
Sk Samsuddin
Sangbad Prabhati, 4 July 2023
Sangbad Prabhati, 4 July 2023
সেখ সামসুদ্দিন, মেমারি : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মেমারি পৌরসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি মহামিছিল করা হয়। মিছিলটি চেকপোস্ট পৌরসভার সামনে থেকে শুরু করে বামুনপাড়া মোড়, নিউমার্কেট, স্টেশন বাজার, রেলগেট, কৃষ্ণ বাজার, চকদিঘি মোড় হয়ে দক্ষিণ মেমারিতে পৌঁছে শেষ হয়।
পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ এবং ওয়ার্ডের কর্মী সমর্থকবৃন্দ ছাড়াও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী এবং ব্লক স্তরের শাখা সংগঠনের নেতৃত্ব পা মেলান এই মিছিলে।