মনিপুরে দলিত মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ
Sangbad Prabhati, 29 July 2023
অতনু হাজরা, জামালপুর : মনিপুরে ঘটে যাওয়া দলিত মহিলাদের প্রতি যে অকথ্য অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কোনো সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় না। জ্বলছে মনিপুর তারই বিরুদ্ধে আজ প্রতিবাদ মিছিল ও মিছিল শেষে একটি পথসভা করা হয় পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুর পুলমাথা থেকে শুরু হয় এই মিছিল বাজার ঘুরে বাসস্ট্যান্ডের কাছে সিধু কানুর মূর্তির কাছে পথসভা করা হয়।
মিছিলে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, এস টি সেলের সভাপতি তারক টুডু সহ অন্যান্যরা।
প্রতিবাদ মিছিলে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী হাঁটেন। মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব থেকে বড় বিষয় এই প্রতিবাদ মিছিলে প্রতিবাদ করতে অংশ নেন রামনাথ পুরের এক প্রতিবন্ধী মহিলা রীনা দলুই। তিনি বলেন এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে শুনে তিনি আর ঘরে থাকতে পারেন নি।
বিধায়ক, ব্লক সভাপতি সহ সকলেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনার কথা বলেন। তবেই দেশ থেকে এই অস্থিরতা দূর হবে। এই জনবিরোধী সরকারের আর দেশে প্রয়োজন নেই।