Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পূর্ব বর্ধমান জেলায় ত্রিস্তরে তৃণমূলের গড় অটুট, বিরোধীদের দখলে ৪ টি গ্রাম পঞ্চায়েত, ত্রিশঙ্কু ৩ টি


 

পূর্ব বর্ধমান জেলায় ত্রিস্তরে তৃণমূলের গড় অটুট, বিরোধীদের দখলে ৪ টি গ্রাম পঞ্চায়েত, ত্রিশঙ্কু ৩ টি




Jagannath Bhoumick
Sangbad Prabhati, 12 July 2023

জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় ২৩ টি ব্লকে ২১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২০৮ টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বাকি ৭ টি আসনের মধ্যে রায়না ১ ব্লকের পলাশন গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছে সিপিআইএম। এখানে ১৮ টি আসনের মধ্যে ৮ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম ১০ টি আসনে জয়লাভ করে পলাশন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের অপেক্ষায় রয়েছে। এছাড়া পূর্বস্থলী ২ ব্লকে পাটুলি গ্রাম পঞ্চায়েত, কালেখাঁতলা ১ গ্রাম পঞ্চায়েত এবং ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করেছে। গলসি ২ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু অবস্থা। এই গ্রাম পঞ্চায়েতগুলি হলো সাঁকো গ্রাম পঞ্চায়েত, গলসি গ্রাম পঞ্চায়েত এবং গোহগ্রাম গ্রাম পঞ্চায়েত।

অন্যদিকে পূর্ব বর্ধমান জেলায় ২৩ টি পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৬৪০ টি। মন্তেশ্বরে মনোনয়নের পরে একজন প্রার্থী মারা যান। ফলে ৬৩৯ আসনে ভোট হয়‌। এর মধ্যে ৬১৩ টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ১৫ টি আসন। সিপিআইএম পেয়েছে ১১ টি আসন। তবে ২৩ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২১ টি পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হয়েছে। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি এবং কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বাকি ২১ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২১ টি পঞ্চায়েত সমিতির ফলাফলে তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জয়লাভ করেছেন। পূর্ব বর্ধমান জেলায় জেলা জেলা পরিষদের ৬৬ টি আসনের মধ্যে ৬৬ টি আসনের ফলাফল জানা গেছে এর মধ্যে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জয়লাভ করেছেন। 

পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শম্পা ধাড়া এবারও রায়না ২ ব্লকের জেলা পরিষদে ১২ নম্বর আসনে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন। 

এছাড়া জেলা পরিষদের বিদায়ী সহ-সভাধিপতি দেবু টুডু কালনা দু'নম্বর ব্লকে জেলা পরিষদের আসনে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন।