পূর্ব বর্ধমান জেলায় ত্রিস্তরে তৃণমূলের গড় অটুট, বিরোধীদের দখলে ৪ টি গ্রাম পঞ্চায়েত, ত্রিশঙ্কু ৩ টি
Sangbad Prabhati, 12 July 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় ২৩ টি ব্লকে ২১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২০৮ টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বাকি ৭ টি আসনের মধ্যে রায়না ১ ব্লকের পলাশন গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছে সিপিআইএম। এখানে ১৮ টি আসনের মধ্যে ৮ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম ১০ টি আসনে জয়লাভ করে পলাশন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের অপেক্ষায় রয়েছে। এছাড়া পূর্বস্থলী ২ ব্লকে পাটুলি গ্রাম পঞ্চায়েত, কালেখাঁতলা ১ গ্রাম পঞ্চায়েত এবং ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করেছে। গলসি ২ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু অবস্থা। এই গ্রাম পঞ্চায়েতগুলি হলো সাঁকো গ্রাম পঞ্চায়েত, গলসি গ্রাম পঞ্চায়েত এবং গোহগ্রাম গ্রাম পঞ্চায়েত।
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলায় ২৩ টি পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৬৪০ টি। মন্তেশ্বরে মনোনয়নের পরে একজন প্রার্থী মারা যান। ফলে ৬৩৯ আসনে ভোট হয়। এর মধ্যে ৬১৩ টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ১৫ টি আসন। সিপিআইএম পেয়েছে ১১ টি আসন। তবে ২৩ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২১ টি পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হয়েছে। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি এবং কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বাকি ২১ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২১ টি পঞ্চায়েত সমিতির ফলাফলে তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জয়লাভ করেছেন। পূর্ব বর্ধমান জেলায় জেলা জেলা পরিষদের ৬৬ টি আসনের মধ্যে ৬৬ টি আসনের ফলাফল জানা গেছে এর মধ্যে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জয়লাভ করেছেন।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শম্পা ধাড়া এবারও রায়না ২ ব্লকের জেলা পরিষদে ১২ নম্বর আসনে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন।
এছাড়া জেলা পরিষদের বিদায়ী সহ-সভাধিপতি দেবু টুডু কালনা দু'নম্বর ব্লকে জেলা পরিষদের আসনে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন।