সিংহভাগ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে : উৎসবের আমেজে তৃণমূলের কর্মী থেকে মন্ত্রী
Jagannath Bhoumick
Sangbad Prabhati, 11 July 2023
যাইহোক সন্ধ্যার মধ্যেই অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের ফলাফল সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এখনো গ্রাম পঞ্চায়েতের কিছু আসনে গণনা চলছে। কোথাওবা পঞ্চায়েত সমিতির আসনে গণনা শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতির গণনা শেষ হলে তবেই জেলা পরিষদ আসনের গণনা শুরু হবে।
ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে বর্ধমান ১ ব্লকের ৯ গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বর্ধমান ২ ব্লকের ৯ গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কেতুগ্রাম ১ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটিতে তৃণমূল কংগ্রেস জয় লাভ করেছে। কেতুগ্রাম ২ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কাটোয়া ১ ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঘোষণা করা হয়েছে, সব কটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কাটোয়া ২ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ভাতাড় ব্লকের ১৪ গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আউসগ্রাম ১ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আউসগ্রাম ২ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। গলসি ১ ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। গলসি ২ ব্লকের ৯ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬ টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঘোষণা করা হয়েছে, সবকটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। রায়না ১ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭ টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ১ টি গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম জয়লাভ করেছে। রায়না ২ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। খন্ডঘোষ ব্লকের ১০ গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। জামালপুর ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮ টির ফলাফল ঘোষণা করা হয়েছে, সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। মেমারি ১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। মেমারি ২ ব্লকের ৯ গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কালনা ১ ব্লকের ৯ গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কালনা ২ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। পূর্বস্থলি ১ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭ টির ফলাফল ঘোষণা করা হয়েছে, সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। পূর্বস্থলি ২ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭ টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ৩ টি গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করেছে। মন্তেশ্বর ব্লকের ১৩ গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। মঙ্গলকোট ব্লকে ১৫ টি গ্রাম পঞ্চায়েত এর সব গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।