Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচনের মুখে বনদপ্তরের ১৫ জন অস্থায়ী কর্মী কাজ হারানোয় উত্তাল জঙ্গলমহল


 

নির্বাচনের মুখে বনদপ্তরের ১৫ জন অস্থায়ী কর্মী কাজ হারানোয় উত্তাল জঙ্গলমহল 


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 4 July 2023

জগন্নাথ ভৌমিক, আউসগ্রাম : পঞ্চায়েত নির্বাচনের মুখে ১৫ জন অস্থায়ী সরকারি কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে আউসগ্রামের জঙ্গলমহল এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, আউসগ্রাম ২ নম্বর ব্লকে বনদপ্তরের আদুরিয়া বিট হাউজের অধীনে কর্মরত ১৫ জন অস্থায়ী কর্মীকে কোনরকম নোটিশ না দিয়ে হঠাৎ করেই ৩ জুলাই জানিয়ে দেওয়া ওই কর্মীদের আর কাজে আসতে হবে না। 

বিষয়টি শুনেই বনদপ্তরের আদুরিয়া বিট হাউজের অস্থায়ী কর্মী দেবদূত মন্ডল, কার্তিক রুইদাস, আবব্কর সেখ, সাহাদাত সেখ, বিপত্তারণ বাউড়ি, দেবু আঁকুড়ে, লক্ষীনারায়ণ হেমব্রম, চিত্ত বাউড়ি, কালিপদ মুর্মু, মামনি বাউরী, জয়ন্ত লাহা সহ অন্যান্যদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। নির্বাচনের মুখে কাজ হারিয়ে তারা রীতিমত দিশেহারা। 

দেবদূত মন্ডল জানান, তারা বনদপ্তরের বিভিন্ন পদে পনের বছরের বেশি সময় ধরে কাজ করে আসছেন। যেহেতু তারা অস্থায়ী কর্মী তাদের নির্দিষ্ট কোন বেতনের পরিকাঠামো নেই কোন কাগজপত্র নেই তাই তাদেরকে প্রয়োজনে যে কোন কাজেই লাগানো হতো। দীর্ঘ সময় তারা বনদপ্তর এর কাজের সঙ্গে যুক্ত থেকে সংসার ও জীবিকা নির্বাহ করছেন। অথচ হঠাৎ করে তাদের কাজ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় তারা খুবই অসহায়। ছেলে মেয়ে সংসার নিয়ে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। বিষয়টি তারা বনদপ্তরের আদুরিয়া বিট হাউজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জানিয়েছেন। কিন্তু এখনো কোন সদুত্তর না পাওয়ায় তারা বনদপ্তরের অফিসের সামনেই ধর্নায় বসেছেন। দেবদূত মন্ডল আরো জানান তারা বিষয়টি স্থানীয় তৃণমূল নেতা আব্দুল লালন কেও জানিয়েছেন তবে নির্বাচন না পেরিয়ে গেলে কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন। এদিকে আব্দুল লালন এর সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে এ বিষয়ে ইতিপূর্বে কেউই কিছু জানায়নি। তিনি এই মাত্র শুনলেন। খোঁজ নেবেন।