Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ই ডি ভোট গ্রহণ শুরু, চলছে ভোট কর্মীদের দ্বিতীয় দফায় প্রশিক্ষণ


 

ই ডি ভোট গ্রহণ শুরু, চলছে ভোট কর্মীদের দ্বিতীয় দফায় প্রশিক্ষণ 




Atanu Hazra 
Sangbad Prabhati, 2 July 2023

অতনু হাজরা, জামালপুর : আগামী ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত ভোট। তার আগে শুরু হয়েছে ই ডি ভোট গ্রহণের কাজ। আজ জামালপুর ব্লক অফিসে ই ডি ভোট গ্রহণ করা হলো। ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার জানান আজ থেকে আগামী পরশু অর্থাৎ ২- ৪ জুলাই পর্যন্ত চলবে ই ডি ভোট গ্রহণ।

এদিকে ৮ জুলাই ভোট গ্রহণের জন্য রাজ্যের প্রতিটি জেলায় ও প্রতিটি ব্লকে সমস্ত পোলিং পারসোনালদের নিয়ে চলছে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে জামালপুর মহাবিদ্যালয়ে আজ এবং সোমবার দুদিন ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা আসছেন এখানে প্রশিক্ষণ নিতে। দুটি দফায় এই প্রশিক্ষণ শিবিরে প্রথমে সকাল ১০ টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয়টি দুপুর ২টো থেকে বিকাল ৫ টা। 

এই প্রশিক্ষণ শিবিরে যাতে কোন রকম কোন অসুবিধা না হয় তাই দাঁড়িয়ে তদারকি করছেন ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, দুই জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত ও অরিন্দম চন্দ। ট্রেনারদের মধ্যে রয়েছেন এসআই জামালপুর পূর্ব রাজেন্দ্র কুমার মাজি সহ অন্যান্য অফিসাররা। প্রশিক্ষণ শিবিরে রয়েছে মেডিক্যাল টিম, পুলিশ বাহিনী ও ফায়ার ব্রিগেড।