Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

21st July Shraddha Divas ২১ জুলাই কলকাতায় শ্রদ্ধা দিবসের প্রস্তুতি সভা ও মিছিল


 

   21st July Shraddha Divas   

২১ জুলাই কলকাতায় শ্রদ্ধা দিবসের প্রস্তুতি সভা ও মিছিল




Atanu Hazra
Sangbad Prabhati, 16 July 2023

অতনু হাজরা, জামালপুর : শহীদ স্মরণে প্রতি বছরই তৃণমূলের পক্ষ থেকে ধর্মতলায় ২১ জুলাই শহীদ তর্পণ করা হয়। এই বছর জননেত্রীর নির্দেশে দিনটি শ্রদ্ধা দিবস হিসেবে পালন করা হবে। সারা রাজ্যের বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হবেন। সেই ২১ জুলাই কে সামনে রেখে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা ও একটি মিছিল করা হয়। 

সেই সঙ্গেই এবারের পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সকল বিজয়ী ও বিজিত (গ্রাম পঞ্চায়েতের) প্রাথীদের, বুথ কমিটি, অঞ্চল কমিটি থেকে প্রতিনিধিদের নিয়ে শেঠিয়া কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে একটি অভিনন্দন সভা করা হয়।

 সেখানে ২১ জুলাই নিয়ে বার্তা দেবার সাথে সকলকে মিষ্টিমুখ করানো হয়। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক পা মেলান। মিছিলে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। কর্মীদের সাথে পা মেলান ব্লকের কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সাহাবুদ্দিন শেখ সহ ব্লক ও অঞ্চল কমিটির নেতৃত্বরা। প্রচুর সংখ্যায় মহিলা তৃণমূল কর্মীরা আজকের মিছিলে অংশ গ্রহণ করেন।

মিছিল শেষে বাস স্ট্যান্ডের কাছে সিধু কানুর মূর্তির সামনে একটি পথসভা করা হয়। সেই সভা থেকে ধর্মতলার রাজপথে জামালপুরের হাজার হাজার কর্মীর উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়। মিছিলে উপস্থিত কর্মীদের আবেগ ও উচ্ছ্বাস ছিল দেখার মতো।