Uncontested
পঞ্চায়েত নির্বাচন : পূর্ব বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে ৬৭১ এবং পঞ্চায়েত সমিতিতে ৭৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
Sangbad Prabhati, 16 June 2023
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বেশ কিছু আসনে কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সরকারি তথ্য অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার ২৩ টি ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আসনে ৬৭১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া ২৩ টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিভিন্ন আসনে ৭৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। গ্রাম পঞ্চায়েত আসনে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে মঙ্গলকোট ব্লকের পঞ্চায়েতগুলি থেকে। এখানে ১৪৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এরপরেই রয়েছে কেতুগ্রাম ব্লক এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ১৪১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। একমাত্র কালনা ২ ব্লক এবং কাটোয়া ২ ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে কোন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেননি। এই দুটি ব্লকের সব আসনেই শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে মঙ্গলকোট ব্লক থেকে। এখানে ২৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এরপরে কেতুগ্রাম পঞ্চায়েত সমিতির ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আউসগ্রাম ২, গলসি ২, বর্ধমান ২, কালনা ১, কালনা ২, কাটোয়া ২, কেতুগ্রাম ২, খণ্ডঘোষ, মেমরি-১, মেমারি ২, পূর্বস্থলী ১ এবং পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতিতে কোন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পারেননি। তবে স্কুটিনির পর বোঝা যাবে পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে।
এছাড়া অন্যান্য ব্লকের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আউসগ্রাম ১ ব্লকে ৫৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। আউসগ্রাম ২ ব্লকে গ্রাম পঞ্চায়েতে ৪ জন প্রার্থী, ভাতাড়ে ৩৮ জন প্রার্থী, বর্ধমান ১ ব্লকে ৭৬ জন প্রার্থী, বর্ধমান ২ ব্লকে ১৬ জন প্রার্থী, গলসি ১ ব্লকে ৮ জন, গলসি ২ ব্লকে ১৩ জন, জামালপুর ব্লকে ২৬ জন, কালনা এক ব্লকে ১৯ জন, কাটোয়া এক ব্লকে ৬ জন, কেতুগ্রাম ২ ব্লকে ৩ জন, খণ্ডঘোষ ব্লকের ২৭ জন, মেমারি ১ ব্লকে ৪ জন, মেমরি ২ ব্লকে ৩ জন, মন্তেশ্বর ব্লকে ৪৬ জন, পূর্বস্থলী ১ ব্লকে ৫ জন, পূর্বস্থলী ২ ব্লক ১ জন, রায়না ১ ব্লকে ২১ জন, রায়না ২ ব্লকে ৮ জন গ্রাম পঞ্চায়েত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
অন্যদিকে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আউসগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতিতে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। ভাতার পঞ্চায়েত সমিতিতে ৫ জন, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতিতে ৪ জন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। গলসি ১ পঞ্চায়েত সমিতিতে ৪ জন, জামালপুর পঞ্চায়েত সমিতিতে ২ জন, কাটোয়া ১ পঞ্চায়েত সমিতিতে ১ জন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে ৫ জন, রায়ন ১ পঞ্চায়েত সমিতিতে ১ জন এবং রায়না ২ পঞ্চায়েত সমিতিতে ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তবে যারা বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছেন তারা কোন রাজনৈতিক দলের হয়ে মনোনয়নপত্র জমা করেছিলেন সে বিষয়ে প্রশাসন এখনো পরিষ্কারভাবে কিছু জানায়নি।