Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Nomination নির্বাচন : পূর্ব বর্ধমান জেলা পরিষদে সিপিআইএম ৭ এবং বিজেপি ৬ আসনে মনোনয়ন পত্র জমা করেছে


 

Nomination

নির্বাচন : পূর্ব বর্ধমান জেলা পরিষদে সিপিআইএম ৭ এবং বিজেপি ৬ আসনে মনোনয়ন পত্র জমা করেছে 


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 10 June 2023

জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। একমাত্র বামফ্রন্ট মনোনীত সিপিআইএম, সিপিআই, আর এস পি, ফরওয়ার্ড ব্লক, মার্কসবাদী ফরোয়ার্ড ব্লক এর তরফে প্রার্থী তালিকা প্রকাশ করেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছে বামফ্রন্ট। এক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। ইতিমধ্যে ত্রিস্তর পঞ্চায়েতে বিরোধীদল বামফ্রন্ট এবং বিজেপি মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলায় ১০ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা, রায়না দু'নম্বর ব্লকের জেলা পরিষদের চারটি আসনে জেডপি ১০ মহিলা আসনে প্রার্থী সুজাতা সাঁতরা। জেডপি ১১ সাধারণ আসনে সিপিআইএম প্রার্থী রসুল করিম। জেডপি ১২ এসসি আসনে সিপিআইএম প্রার্থী অরুণ পোড়েল। জেডপি ১৩ মহিলা (এসসি) আসনে সিপিআইএম প্রার্থী মমতা রুইদাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে এবং খণ্ডঘোষ ব্লকে জেলা পরিষদের তিনটি আসনে বামফ্রন্ট মনোনীত জেডপি ৪ মহিলা (এসসি) আসনে সিপিআইএম প্রার্থী অসীমা রায়, জেডপি ৫ এসসি আসনে সিপিআইএম প্রার্থী কল্যাণ সাঁতরা। জেডপি ৬ অনগ্রসর শ্রেণী আসনে সিপিআইএম প্রার্থী জিয়াউল হক মিদ্যা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়া জেলা পরিষদের আসনে বিজেপি কালনা ১ ব্লক থেকে একজন, কাটোয়া ১ ব্লক থেকে একজন, পূর্বস্থলী ১ ব্লক থেকে দুজন এবং পূর্বস্থলী ২ ব্লক থেকে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা পরিষদের আসনে আজ ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গ্রাম পঞ্চায়েত স্তরে আজ সিপিআইএম এর ৪১৯ জন, বিজেপি 'র ১২৮ জন, কংগ্রেসের ৩ জন, তৃণমূল কংগ্রেসের ১ জন, নির্দল ৪ এবং অন্যান্য ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গ্রাম পঞ্চায়েতে মোট ৫৫৭ জন প্রার্থী শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পঞ্চায়েত সমিতির বিভিন্ন রাজনৈতিক দলের ৯৯ জন প্রার্থী আজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিজেপি ৪৬ জন এবং সিপিআইএম ৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্তরে কেতুগ্রামে অশান্তির খবর পাওয়া গেছে। অন্যান্য জায়গায় শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ হয়েছে।