Joyhind Bahini
জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর ওয়ার্ড কমিটিগুলোর চেয়ারম্যান ও সভাপতির নাম ঘোষণা
Sangbad Prabhati, 27 June 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান টাউন তৃণমূল জয় হিন্দ বাহিনী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক নানান কাজে নিজেদের উজ্জ্বল ভূমিকা রেখেছেন বারে বারে। তৃণমূল জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী বর্ধমান টাউন কমিটি অনেক আগেই ঘোষণা করেছেন ।যে কমিটির সভাপতি হয়েছেন পল্লব দাস এবং চেয়ারম্যান যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য।
জয় হিন্দ বাহিনীর বর্ধমান টাউন কমিটির সভাপতি পল্লব দাস এবং চেয়ারম্যান যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য মঙ্গলবার বর্ধমান শহরে ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। উপস্থিত ছিলেন শহর কমিটির অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পল্লব দাস জানান, বর্ধমান পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান মনোনীত হয়েছেন সেখ নূর আলী, সভাপতি মইনুদ্দিন চৌধুরী। ২ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সেখ সাহিল, সভাপতি সেখ খায়রুল। ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সেখ পাপ্পু, সভাপতি সেখ মিজানুর রহমান। ৪ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান দীপু চৌধুরী, সভাপতি সাহিনশা হরিজন। ৫ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান জিয়াউল খান, সভাপতি সেখ লাল। ৬ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান মমতাজ আহমেদ, সভাপতি সেখ রহিম। ৭ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান অমিত হাজরা, সভাপতি নয়ন দাস। ৮ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান শুভদীপ আদিত্য, সভাপতি ধ্রুব দে। ৯ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান ধুকু পাকড়ে, সভাপতি সুদীপ মুখার্জী। ১০ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সুবীর দাস, সভাপতি রণজিৎ সীল। ১১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান দিব্যেন্দু সরকার, সভাপতি শ্রীবাস ব্যানার্জী। ১২ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সুনীল দাস, সভাপতি নীল সোনার, সহসভাপতি প্রশান্ত বারুই। ১৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান নীলয় নাগ, সভাপতি রাজু মন্ডল। ১৪ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান দেবাশিস বাগচি, সভাপতি সেখ লালজন আলি। ১৫ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান নির্মল দাস, সভাপতি সোমনাথ চ্যাটার্জী। ১৬ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান শ্রীকান্ত পাল, সভাপতি বিশ্বনাথ সাউ। ১৭ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রদীপ কুমার পাঁজা, সভাপতি তুষার কান্তি রায়, সহসভাপতি জয়দেব দত্ত। ১৮ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সুব্রত মজুমদার, সভাপতি কেশব চক্রবর্তী। ১৯ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সেখ হাসানুর জামান, সভাপতি সেখ মুবারক। ২০ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান বিশ্বনাথ ঘোষ, সভাপতি পিনাকী চ্যাটার্জী। ২১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান রাজকুমার বৈরাগ্য, সভাপতি সঞ্জিত মন্ডল। ২২ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সোমনাথ রায়, সভাপতি রোহিত চৌধুরী। ২৫ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সেখ রবিউল, সভাপতি দুলাল বোস, সহসভাপতি বিজয় কোঁড়া ও মোহন মাঝি। ২৬ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান তাফজল সেখ, সভাপতি সেখ পান্না, সহসভাপতি সেখ ভুট্টু। ২৭ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান দ্বীপেশ লাহা, সভাপতি শান্তনু ব্যানার্জী। ২৮ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সজল মোহান্ত, সভাপতি মহঃ আরফিন। ২৯ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সুধীর লাহা, সভাপতি সেখ পিন্টার। ৩০ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান দানেশ সাউ, সভাপতি সুপ্রিয় পন্ডিত। ৩১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান অরূপ দত্ত, সভাপতি সেখ আবিদ হোসেন। ৩২ নম্বর ওয়ার্ডে সভাপতি সেখ রমজান। ৩৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান তাপস চক্রবর্তী, সভাপতি সেখ মহবুব। ৩৪ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান সামন্ত কেওড়া, সভাপতি স্বরাজ মুখার্জী। ৩৫ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান অর্জুন মোদী, সভাপতি সঞ্জু রাউত।
বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য বলেন, দু'একটি ওয়ার্ড বাদ রয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পর চেয়ারম্যান ও সভাপতির নাম ঘোষণা করা হবে।