Election
রাজ্যে পঞ্চায়েত ভোট ৮ জুলাই
Sangbad Prabhati, 8 June 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগামী ৮ জুলাই শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে নির্বাচন কমিশনার পদে আসীন হয়েই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। একদফাতেই ভোট হবে। আগামীকাল অর্থাৎ ৯ জুন থেকেই মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ শুরু। ১৫ জুন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ১৭ জুন স্ক্রুটিনি হবে।
রাজ্যের ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট হবে। মোট ৬৩ হাজার ২৮৩টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। ১১ জুলাই ভোট গণনা হতে পারে।