Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

CPM Trinamool clash মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম তৃণমূলের সংঘর্ষে শক্তিগড় বড়শুল রণক্ষেত্র


 

CPM Trinamool clash

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম তৃণমূলের সংঘর্ষে শক্তিগড় বড়শুল রণক্ষেত্র 




Goutam Das
Sangbad Prabhati, 12 June 2023

গৌতম দাস, শক্তিগড় : মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় ও বড়শুল এলাকা। দু'দলের সংঘর্ষে বড়শুল শক্তিগড় মনমোহন দে রোডে জাতীয় সড়কের আন্ডারপাস সংলগ্ন এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। অভিযোগ মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় রাস্তায় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএম এর নেতা কর্মীদের উপর আক্রমণ হানে। প্রথমে তারা পিছু হটলেও পরে তারাও প্রতিরোধ করে। দু'দলের সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শক্তিগড় থানার পুলিশের পাশাপাশি বর্ধমান থেকেও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। ব্যাপক ইঁট পাটকেল ছোড়াছুড়িতে দু-একজন পুলিশ কর্মীও আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ইঁট পাটকেল এবং লাঠির আঘাতে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস উভয় দলেরই কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন।

পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। ঘটনায় এক সিপিএম কর্মীর মাথা ফেটে যায়। এরপরই পালটা আক্রমণের পথে নামে সিপিএম । শুরু হয় নির্বিচারে ইঁট বৃষ্টি। ইঁটের আঘাতে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁর পায়ে আঘাত লাগে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে দু'পক্ষকেই সরিয়ে কোনওরকমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সিপিএমের অভিযোগ, এদিন তাদের প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের জন্য দল বেঁধে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা লাঠি, বাঁশ নিয়ে তাদের উপরে হামলা চালায়। ঘটনায় সিপিআইএম কর্মী প্রশান্ত মণ্ডল সহ তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। 

 অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ, সিপিএমের কর্মীরা মনোনয়ন জমা দেওয়ার নাম করে বাঁশের মাথায় তাদের দলীয় পতাকা লাগিয়ে গাড়ি ভাঙচুর করতে শুরু করে। এছাড়া সিপিএম কর্মীরা ইঁট, পাথর ছুঁড়েছে বলেও অভিযোগ তৃণমূলের। তাদের ইঁটের আঘাতেই তৃণমূল কর্মীদের পাশাপাশি পুলিশও আহত হয়েছেন।