Congress Candidate list
বর্ধমানে জেলা পরিষদের আসনে কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন
Sangbad Prabhati, 12 June 2023
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাজ্যের নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েতেরষ নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার চার দিন পেরিয়ে গেলেও শাসক দল তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলায় এখনো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি। এরফলে গ্রামে গঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীরাও কার্যত দোলাচলে। তার উপর প্রার্থী নির্বাচন নিয়ে নানা উড়ো খবরে ক্ষোভ বিক্ষোভও দানা বাঁধছে কর্মী সমর্থকদের মধ্যে। রাজ্যের বিরোধী দল গুলোর মধ্যে সিপিআইএম, বিজেপি আগেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
ইতিমধ্যেই তারা বেশ কিছু মনোনয়নপত্র জমাও করেছে। ভারতের জাতীয় কংগ্রেস-ও পিছিয়ে নেই। পূর্ব বর্ধমান জেলায় কংগ্রেস ১২ জুন অর্থাৎ আজই সাংবাদিক সম্মেলন ডেকে তাদের জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ইনচার্জ অভিজিৎ ভট্টাচার্য আজ বর্ধমানে জেলা কংগ্রেস ভবনের বসে প্রার্থী তালিকা প্রকাশ করেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬৬ আসনের মধ্যে ৫১ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলী, পঞ্চায়েত নির্বাচনের জেলা চেয়ারম্যান জগদীশ দত্ত ও প্রদেশ কংগ্রেস সদস্য গৌরব সমাদ্দার। এছাড়া কংগ্রেসের অন্যান্য নেতৃত্বও এদিন উপস্থিত ছিলেন
প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে আজই আজই কংগ্রেসের ৭ জন প্রার্থী জেলা পরিষদের আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গৌরব সমাদ্দার জানিয়েছেন জেলা পরিষদের আসনে বর্ধমান ২ ব্লকে ২ জন, মেমারি ১ ব্লকে ১ জন, মেমারি ২ ব্লকে ৩ জন এবং পূর্বস্থলী ২ ব্লকে ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।