Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সর্প দংশনে মৃতের পরিবারকে আর্থিক সহযোগিতা


 

সর্প দংশনে মৃতের পরিবারকে আর্থিক সহযোগিতা


Atanu Hazra
Sangbad Prabhati, 8 June 2023

অতনু হাজরা, জামালপুর : সর্প দংশনে মৃতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হলো। পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতের ধনুক গ্রামে গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর সর্পাঘাতে প্রশান্ত সরেনের মৃত্যু হয়। তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। আজ তাঁর স্ত্রী রাসমণি সরেনের হাতে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। রাসমণি দেবীর হাতে চেক তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার, বিডিএমও শুভদীপ যশ। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পরই এই সমস্ত সুযোগ সুবিধাগুলো চালু করা হয়েছে। মানুষের জীবনের কোনো বিকল্প টাকা না হলেও এই অর্থ আগামীদিনে তাঁর অসহায় পরিবারের কাজে লাগবে। পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক বলেন, রাজ্যের মানবিক সরকার সর্পাঘাত, বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটলেই সরকার অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করছেন। আজ মৃত প্রশান্ত বাবুর পরিবারের এই এক লক্ষ টাকা আর্থিক সাহায্য তাদের কাজে লাগবে বলে তিনি মনে করেন। আর্থিক সাহায্য পেয়ে সরকারকে ধন্যবাদ জানান রাসমণি দেবী।