বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার ১৩ জনের মৃত্যু, জেলা জুড়ে শোকের ছায়া
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর সময় যত এগোচ্ছে বাড়ছে মৃতের সংখ্যা। অভিশপ্ত ওই ট্রেন দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে রয়েছেন বর্ধমান ২ ব্লকের বড়শুলের কুমিরকোলা গ্রামের সফিক কাজী, কাটোয়া মহকুমার কাইথন গ্রামের সাদ্দাম হোসেন, কাটোয়া মহকুমার কড়ুই গ্রামের সৃষ্টি রায়, সঞ্জিত সর্দার, চাট্টু সরদার, মঙ্গলকোটের কলেজি সর্দার, বেলেরহাটের নিমদহ পঞ্চায়েতের পন্ডিতপাড়ার বাপি পন্ডিত, মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামের পাতু সেখ, এছাড়া মৃতদের মধ্যে রয়েছে মন্তেশ্বরের সরিফুল সেখ, মঙ্গলকোটের আরমান খান, মঙ্গলকোটের কুরুম্বা গ্রামের ইয়াদ আলী, পূর্বস্থলি ২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের মানজুর আলি মন্ডল এবং আউস গ্রাম ২ ব্লকের এড়াল গ্রামের বিনয় রাজা। এদের সকলকেই নিকট আত্মীয়রা শনাক্ত করেছেন।