Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার ১৩ জনের মৃত্যু, জেলা জুড়ে শোকের ছায়া

 



বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার ১৩ জনের মৃত্যু, জেলা জুড়ে শোকের ছায়া 




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর সময় যত এগোচ্ছে বাড়ছে মৃতের সংখ্যা। অভিশপ্ত ওই ট্রেন দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে রয়েছেন বর্ধমান ২ ব্লকের বড়শুলের কুমিরকোলা গ্রামের সফিক কাজী, কাটোয়া মহকুমার কাইথন গ্রামের সাদ্দাম হোসেন, কাটোয়া মহকুমার কড়ুই গ্রামের সৃষ্টি রায়, সঞ্জিত সর্দার, চাট্টু সরদার, মঙ্গলকোটের কলেজি সর্দার, বেলেরহাটের নিমদহ পঞ্চায়েতের পন্ডিতপাড়ার বাপি পন্ডিত, মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামের পাতু সেখ, এছাড়া মৃতদের মধ্যে রয়েছে মন্তেশ্বরের সরিফুল সেখ, মঙ্গলকোটের আরমান খান, মঙ্গলকোটের কুরুম্বা গ্রামের ইয়াদ আলী, পূর্বস্থলি ২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের মানজুর আলি মন্ডল এবং আউস গ্রাম ২ ব্লকের এড়াল গ্রামের বিনয় রাজা। এদের সকলকেই নিকট আত্মীয়রা শনাক্ত করেছেন