Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলের প্রচার


 

দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলের প্রচার 



Atanu Hazra
Sangbad Prabhati, 24 June 2023

অতনু হাজরা, জামালপুর : জোর কদমে চলছে পঞ্চায়েত ভোটের প্রচার। পূর্ব বর্ধমানের জামালপুরের আবুইঝাটি অঞ্চলের ৯২ নং বুথে প্রচারে যান তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। গোপালপুর গ্রামে পঞ্চায়েতে ঝর্না দাস, রীতা রায়, পঞ্চায়েত সমিতিতে অরজিত মিস্ত্রি ও জেলা পরিষদে মিঠু মাঝির সমর্থনে প্রচার করেন তিনি। সেখানে পৌঁছে তিনি প্রথমে একটি কর্মী সভা করেন তারপর প্রার্থী ও কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি। বিগত পাঁচ বছরে রাজ্য সরকার পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম বাংলার যে উন্নয়ন করেছেন এবং যে সমস্ত পরিষেবা সাধারণ মানুষকে দিয়েছেন সেগুলো তিনি তুলে ধরেন। তিনি বলেন পঞ্চায়েতের মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধা মানুষ পেয়েছে তাতে করে আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ দুহাতভরে তৃণমূলকে আশীর্বাদ করবে। তিনি আজ নিজের হাতে প্রার্থীদের সমর্থনে দেওয়ালও লেখেন। 

আজ একই সাথে জারগ্রাম ও জামালপুর দুই অঞ্চলেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চলে। জারগ্রাম অঞ্চলে জেলা পরিষদ প্রার্থী শোভা দে ও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের সমর্থনে প্রচার করেন বিধায়ক অলক কুমার মাঝি। 

সেখানে কর্মী বৈঠক ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে বিগত পঞ্চায়েতের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েতে শিখা মালিক, পঞ্চায়েত সমিতির সুলতা কোলে ও জেলা পরিষদের প্রার্থী কল্পনা সাঁতরার সমর্থনে প্রচার করেন। তাঁরা সকলেই আশাবাদী পঞ্চায়েত ভোটে বিপুল সংখ্যক ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস।