Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পূর্ব বর্ধমান জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের জোরদার ভোটের প্রচার


 

পূর্ব বর্ধমান জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের জোরদার ভোটের প্রচার 





Sangbad Prabhati, 25 June 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীদের সমর্থনে জোড়কদমে প্রচার শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলার বিধায়ক থেকে নেতারাও প্রচার কর্মসূচিতে জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন। ২৫ জুন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার সমুদ্রগড় অঞ্চলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী স্বপন দেবনাথ, সংসদ সুনীল মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব। এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এলাকায় ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে কথাও বলেন। 

অন্যদিকে রায়না বিধানসভার রায়না দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে এলাকা পরিক্রমা করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ তার সঙ্গে ছিলেন, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সুশান্ত ঘোষ, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রার্থী শম্পা ধাড়া, রায়না ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল সহ অন্যান্যরা।

এদিন সায়নী ঘোষ বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান গ্রামেও নির্বাচনী পথ পরিক্রমা করেন তার সঙ্গে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী কাকলি তা গুপ্ত, মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা।

জামালপুরে বিধায়ক অলক কুমার মাঝি, সহ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, ভূতনাথ মালিক এবং অন্যান্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে সভা ও বাড়ি বাড়ি ঘুরে ভোটের প্রচার করেন।

ভাতাড় ব্লকে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন ভাতারের বড়বেলুন ২ অঞ্চলের নাসিগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচিতে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শান্তনু কোনার,দলের ভাতার ব্লক সভাপতি বাসুদেব যশ সহ অন্যান্য নেতৃত্ব।