Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েত ভোটের প্রচারে প্রার্থী সহ তৃণমূলের ব্লক সভাপতি


 

পঞ্চায়েত ভোটের প্রচারে প্রার্থী সহ তৃণমূলের ব্লক সভাপতি  




Atanu Hazra
Sangbad Prabhati, 22 June 2023

অতনু হাজরা, জামালপুর : পঞ্চায়েত ভোটের মিটে গেছে নমিনেশনের পর্ব। প্রত্যেকটি দল নিজের মত করে শুরু করেছে তাদের প্রচার। পূর্ব বর্ধমানের জামালপুরেও বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার কাজ শুরু করে দিয়েছে। শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও রীতিমতো প্রচার শুরু হয়ে গেছে। প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে চলছে প্রচার। উপস্থিত থাকছেন প্রার্থী সহ উল্লেখযোগ্য নেতৃত্বরা। আজ জামালপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেত্রাগড় গ্রামে প্রচার সারলো তৃণমূল কংগ্রেস। দুটি বুথের পঞ্চায়েত প্রার্থী সম্বরি হেমব্রম ও বিথী ঘোষ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী ভূতনাথ মালিক এর হয়ে আজ প্রচার করা হয়। বেত্রাগর মোড় মাথায় ও বেত্রাগর মাঝের পাড়ার দুর্গা তলায় প্রচার সভা আয়োজিত হয়। এই প্রচারকার্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির প্রার্থী ভূতনাথ মালিক ও গ্রাম পঞ্চায়েতের ২ প্রার্থী সম্বরি হেমব্রম এবং বিথী ঘোষ। ছিলেন এই অঞ্চলের অন্যতম নেতা সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। বিগত পাঁচ বছরে মা মাটি মানুষের সরকার এই পঞ্চায়েতের মাধ্যমে যে যে উন্নয়ন করেছে তার সব খতিয়ান তুলে ধরেন বক্তারা। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, গ্রামের রাস্তাঘাট, ঠান্ডা পানীয় জল ছাড়াও আরো যে সমস্ত উন্নয়ন হয়েছে তার খতিয়ান তুলে ধরেন। আজকের এই প্রচার থেকে উপস্থিত নেতৃত্ব ৮ জুলাই আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আবেদন করেন।