Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পঞ্চায়েত ভোটের প্রচারে প্রার্থী সহ তৃণমূলের ব্লক সভাপতি


 

পঞ্চায়েত ভোটের প্রচারে প্রার্থী সহ তৃণমূলের ব্লক সভাপতি  




Atanu Hazra
Sangbad Prabhati, 22 June 2023

অতনু হাজরা, জামালপুর : পঞ্চায়েত ভোটের মিটে গেছে নমিনেশনের পর্ব। প্রত্যেকটি দল নিজের মত করে শুরু করেছে তাদের প্রচার। পূর্ব বর্ধমানের জামালপুরেও বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার কাজ শুরু করে দিয়েছে। শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও রীতিমতো প্রচার শুরু হয়ে গেছে। প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে চলছে প্রচার। উপস্থিত থাকছেন প্রার্থী সহ উল্লেখযোগ্য নেতৃত্বরা। আজ জামালপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেত্রাগড় গ্রামে প্রচার সারলো তৃণমূল কংগ্রেস। দুটি বুথের পঞ্চায়েত প্রার্থী সম্বরি হেমব্রম ও বিথী ঘোষ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী ভূতনাথ মালিক এর হয়ে আজ প্রচার করা হয়। বেত্রাগর মোড় মাথায় ও বেত্রাগর মাঝের পাড়ার দুর্গা তলায় প্রচার সভা আয়োজিত হয়। এই প্রচারকার্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির প্রার্থী ভূতনাথ মালিক ও গ্রাম পঞ্চায়েতের ২ প্রার্থী সম্বরি হেমব্রম এবং বিথী ঘোষ। ছিলেন এই অঞ্চলের অন্যতম নেতা সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। বিগত পাঁচ বছরে মা মাটি মানুষের সরকার এই পঞ্চায়েতের মাধ্যমে যে যে উন্নয়ন করেছে তার সব খতিয়ান তুলে ধরেন বক্তারা। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, গ্রামের রাস্তাঘাট, ঠান্ডা পানীয় জল ছাড়াও আরো যে সমস্ত উন্নয়ন হয়েছে তার খতিয়ান তুলে ধরেন। আজকের এই প্রচার থেকে উপস্থিত নেতৃত্ব ৮ জুলাই আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আবেদন করেন।