Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

BJP Candidate List বর্ধমানে জেলা পরিষদের আসনে বিজেপি'র প্রার্থী তালিকা প্রকাশ



BJP Candidate List
বর্ধমানে জেলা পরিষদের আসনে বিজেপি'র প্রার্থী তালিকা প্রকাশ 






Jagannath Bhoumick
Sangbad Prabhati, 11 June 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : নির্বাচনের দিনক্ষণ ঘোষণার তিন পরেও শাসক দল তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলায় এখনো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি। যার ফলে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা। রাজ্যের বিরোধী দল গুলোর মধ্যে সিপিআইএম ইতিমধ্যেই ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী তালিকা প্রকাশ করে বেশ কিছু মনোনয়নপত্র জমা করেছে। বিজেপি-ও পিছিয়ে নেই। বর্ধমান সদর জেলায় বিজেপি ১১ জুন অর্থাৎ আজই তাদের জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলের জেলা সভাপতি অভিজিৎ তা স্বাক্ষরিত সেই প্রার্থী তালিকা সংবাদমাধ্যমের গ্রুপে দেওয়া হয়েছে। 
জেলা সভাপতি অভিজিৎ তা জানান, পূর্ব বর্ধমান জেলা পরিষদে গলসি ২ ব্লকের তিনটি মহিলা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন জেডপি ১ শর্মিলা কিস্কু, জেডপি ২ সবিতা পাল ও জেডপি ৩ মন্দিরা চ্যাটার্জী। খণ্ডঘোষ ব্লকে জেলা পরিষদের তিনটি আসনে প্রার্থী করা হয়েছে জেডপি ৪ এস সি মহিলা আসনে শিল্পা মন্ডল, জেডপি ৫ এসসি আসনে আনন্দ সাঁতরা ও জেডপি ৬ জেনারেল আসনে পিন্টু সাম, রায়না ১ ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। জেডপি ৭ অনগ্রসর মহিলা আসনে প্রার্থী নাসরিন মল্লিক। জেডপি ৮ এসসি আসনে প্রার্থী প্রশান্ত বিশ্বাস। জেডপি ৯ এসসি মহিলা আসনে প্রার্থী শিউলি সাঁতরা। রায়না ২ ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। জেডপি ১০ মহিলা আসনে প্রার্থী জননী মুর্মু। জেড পি ১১ অসংরক্ষিত আসনে প্রার্থী পতীত পাবন ঘোষ। জেড পি ১২ এস সি আসনে প্রার্থী তাপস বাগ। জামালপুর ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। জেডপি ১৩ এস সি মহিলা আসনে প্রার্থী টুম্পা ঢোল। জেড পি ১৪ এস টি আসনে প্রার্থী যতীন্দ্রনাথ টুডু। জেডপি ১৫ মহিলা আসনে প্রার্থী টুম্পা চ্যাটার্জি। মেমারি ১ ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। এখানে জেডপি ২৮ মহিলা আসনে প্রার্থী পুষ্প কিস্কু। জেডপি ২৯ অসংরক্ষিত আসনে প্রার্থী অসিত চৌধুরী জেড পি ৩০ এসটি আসনে প্রার্থী কালীপদ সিং। বর্ধমান ১ ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। জেডপি ৩১ মহিলা আসনে প্রার্থী ইন্দ্রানী পাল। জেডপি ৩২ অসংরক্ষিত আসনে প্রার্থী অশোক রায় নস্কর। জেডপি ৩৩ এফসি মহিলা আসনে প্রার্থী মনিকা বাগ। বর্ধমান ২ ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। এখানে জেডপি ৩৪ এস সি আসনে প্রার্থী রাজকুমার মালিক। জেডপি ৩৫ মহিলা আসনে প্রার্থী পায়েল রায়। জেডপি ৩৬ এস সি মহিলা আসনে প্রার্থী মুনমুন সাহা। ভাতাড় ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। জেডপি ৩৭ এস সি আসনে প্রার্থী অনন্ত মাল। জেডপি ৩৮ অসংরক্ষিত আসনে প্রার্থী সুব্রত গোস্বামী। জেড পি ৩৯ মহিলা আসনে প্রার্থী সুচিস্মিতা হাটি। আউসগ্রাম ২ ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। এখানে জেড পি ৫৯ মহিলা আসনে প্রার্থী মনজুরা আঁকুড়ে। জেড পি ৬০ এসসি মহিলা আসনে প্রার্থী শ্রাবনী মন্ডল। জেডপি ৬১ অসংরক্ষিত আসনে প্রার্থী বিজয় হাজরা। আউসগ্রাম ১ ব্লকে জেলা পরিষদের ২ আসন। জেডিপি ৬২ এসসি আসনে প্রার্থী আশীষ মাঝি। জেডিপি ৬৩ এসসি মহিলা আসনে প্রার্থী মল্লিকা মাঝি। গলসি ১ ব্লকে জেলা পরিষদের তিনটি আসন। জেডপি ৬৪ এস সি আসনে প্রার্থী তাপস আঁকুড়ে। জেডপি ৬৫ অসংরক্ষিত আসনে প্রার্থী স্বরূপ চট্টোপাধ্যায়। জেডপি ৬৬ আসনে এসসি প্রার্থী অমল সাহা। 
উল্লেখ্য পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের দুটি আসন বিজেপি'র বর্ধমান সদর জেলার অন্তর্ভুক্ত। কাঁকসা ব্লকের জেডপি ১ এসটি মহিলা আসনে প্রার্থী সুখোদি হেমব্রম। জেডপি ২ মহিলা আসনে প্রার্থী অপর্ণা চ্যাটার্জী।
বিজেপির বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ তা জানান, প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়েই বিজেপি প্রচারে নেমে পড়েছে। গ্রামবাংলায় বিজেপির পক্ষে বিপুল সাড়া রয়েছে। সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা করার পাশাপাশি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলেই তৃণমূল সাফ হয়ে যাবে।