Unknown Rabindranath বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

Unknown Rabindranath বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা


 

Unknown Rabindranath 

বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা 


Sangbad Prabhati, 16 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী কয়েকদিন আগেই পেরিয়েছে। কিন্তু কবি গুরুকে স্মরণ যে শুধু একদিনে করা হয় তা নয়, গোটা এক পক্ষ জুড়ে কবিগুরুকে স্মরণ করার রীতি প্রচলিত আছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি গুরুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা সবই হয়ে থাকে। সেই মর্মেই মঙ্গলবার বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় এর উদ্যোগে আয়োজন করা হয়েছে অচেনা রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন উপাচার্য অধ্যাপিকা ডঃ সবুজ কলি সেন। এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে তিনি আলোকপাত করেন। কলেজের অডিটরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষ ডঃ বাণীব্রত গোস্বামী, বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ সঙ্গীতা মজুমদার , অধ্যাপক ঋষিগোপাল মন্ডল সহ কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাগণ। 

 কলেজের অধ্যক্ষ বাণীব্রত গোস্বামী বলেন, আজ আমাদের অচেনা রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপিকা ডঃ সবুজ কলি সেন। তাঁর উপস্থিতিতে আমাদের এই কলেজ ধন্য। আমাদের ছাত্র-ছাত্রীরা আজ রবীন্দ্রনাথকে এক অন্যরূপে চিনতে পারবেন। আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত দেশনায়কদের যাঁরা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন। অধ্যক্ষ ডঃ গোস্বামী এদিন সুরেলা কণ্ঠে একটি গানও পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে 'অচেনা রবীন্দ্রনাথ' শীর্ষক এক মনোগ্রাহী তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রের পরিচালক অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল বলেন , ১৯১১ সালে কলকাতায় কংগ্রেসের ২৬ তম অধিবেশনে একটি রবীন্দ্রগান নিয়ে তৎকালীন সংবাদমাধ্যমে কিভাবে তথ্য বিকৃতি হয়েছিল তা নিয়ে তথ্যচিত্রে আলোকপাত করা হয়েছে।

Post a Comment

0 Comments