Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Unknown Rabindranath বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা


 

Unknown Rabindranath 

বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা 


Sangbad Prabhati, 16 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী কয়েকদিন আগেই পেরিয়েছে। কিন্তু কবি গুরুকে স্মরণ যে শুধু একদিনে করা হয় তা নয়, গোটা এক পক্ষ জুড়ে কবিগুরুকে স্মরণ করার রীতি প্রচলিত আছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি গুরুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা সবই হয়ে থাকে। সেই মর্মেই মঙ্গলবার বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় এর উদ্যোগে আয়োজন করা হয়েছে অচেনা রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন উপাচার্য অধ্যাপিকা ডঃ সবুজ কলি সেন। এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে তিনি আলোকপাত করেন। কলেজের অডিটরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষ ডঃ বাণীব্রত গোস্বামী, বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ সঙ্গীতা মজুমদার , অধ্যাপক ঋষিগোপাল মন্ডল সহ কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাগণ। 

 কলেজের অধ্যক্ষ বাণীব্রত গোস্বামী বলেন, আজ আমাদের অচেনা রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপিকা ডঃ সবুজ কলি সেন। তাঁর উপস্থিতিতে আমাদের এই কলেজ ধন্য। আমাদের ছাত্র-ছাত্রীরা আজ রবীন্দ্রনাথকে এক অন্যরূপে চিনতে পারবেন। আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত দেশনায়কদের যাঁরা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন। অধ্যক্ষ ডঃ গোস্বামী এদিন সুরেলা কণ্ঠে একটি গানও পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে 'অচেনা রবীন্দ্রনাথ' শীর্ষক এক মনোগ্রাহী তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রের পরিচালক অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল বলেন , ১৯১১ সালে কলকাতায় কংগ্রেসের ২৬ তম অধিবেশনে একটি রবীন্দ্রগান নিয়ে তৎকালীন সংবাদমাধ্যমে কিভাবে তথ্য বিকৃতি হয়েছিল তা নিয়ে তথ্যচিত্রে আলোকপাত করা হয়েছে।