Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

TB Patient যক্ষা রোগীদের পাশে রাইস মিলস অ্যাসোসিয়েশন



TB Patient 
যক্ষা রোগীদের পাশে রাইস মিলস অ্যাসোসিয়েশন 


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 10 May 2023

জগন্নাথ ভৌমিক, খন্ডঘোষ : যক্ষা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিল বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন। ১০ মে বিকেলে খন্ডঘোষ ব্লকের সভা কক্ষে এক অনুষ্ঠানে চাল, ডাল, তেল, সয়াবিন, ডিম, হরলিক্স বিস্কুট সহ বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য সামগ্রীর ব্যাগ যক্ষা রোগীদের হাতে তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন খন্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অম্বরীশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ-সভাপতি শ্যামল দত্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক রাজকুমার সাহানা, কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ জন্মেঞ্জয় খাঁ, বাপি কেশ, গফুর আলি খান সহ অন্যান্যরা।

বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক জানান, খন্ডঘোষের যক্ষা রোগীদের সহায়তা করার জন্য পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা অনুরোধ করেছিলেন। জেলা শাসকের আহ্বানে সাড়া দিয়ে আজ ৪৫ জন যক্ষা রোগীর হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। আগামী আরও পাঁচ মাস রাইস মিলস অ্যাসোসিয়েশন যক্ষা রোগীদের সহায়তা করবে। এছাড়াও তাদের সংগঠন সাড়া বছর জনসেবা মূলক নানা ধরনের কাজকর্ম করে থাকে।