TB Patient যক্ষা রোগীদের পাশে রাইস মিলস অ্যাসোসিয়েশন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

TB Patient যক্ষা রোগীদের পাশে রাইস মিলস অ্যাসোসিয়েশন



TB Patient 
যক্ষা রোগীদের পাশে রাইস মিলস অ্যাসোসিয়েশন 


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 10 May 2023

জগন্নাথ ভৌমিক, খন্ডঘোষ : যক্ষা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিল বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন। ১০ মে বিকেলে খন্ডঘোষ ব্লকের সভা কক্ষে এক অনুষ্ঠানে চাল, ডাল, তেল, সয়াবিন, ডিম, হরলিক্স বিস্কুট সহ বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য সামগ্রীর ব্যাগ যক্ষা রোগীদের হাতে তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন খন্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অম্বরীশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ-সভাপতি শ্যামল দত্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক রাজকুমার সাহানা, কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ জন্মেঞ্জয় খাঁ, বাপি কেশ, গফুর আলি খান সহ অন্যান্যরা।

বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক জানান, খন্ডঘোষের যক্ষা রোগীদের সহায়তা করার জন্য পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা অনুরোধ করেছিলেন। জেলা শাসকের আহ্বানে সাড়া দিয়ে আজ ৪৫ জন যক্ষা রোগীর হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। আগামী আরও পাঁচ মাস রাইস মিলস অ্যাসোসিয়েশন যক্ষা রোগীদের সহায়তা করবে। এছাড়াও তাদের সংগঠন সাড়া বছর জনসেবা মূলক নানা ধরনের কাজকর্ম করে থাকে।

Post a Comment

0 Comments