Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Prestigious Programme ২৫ শে বৈশাখে প্রেস্টিজিয়াস কবি প্রণামের অনুষ্ঠান বর্ধমান টাউন হলে


 

Prestigious Programme

২৫ শে বৈশাখে প্রেস্টিজিয়াস কবি প্রণামের অনুষ্ঠান বর্ধমান টাউন হলে

 

Sangbad Prabhati, 6 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ২৫ শে বৈশাখ শহর বর্ধমানে বড় আঙ্গিকে কবি প্রণামের আয়োজন করছে বর্ধমান সঙ্গীত সমাজ। অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে 'সংবাদ প্রভাতী' পত্রিকা, আলাপ, ঐকতান ও সরলরেখা। সম্প্রচার সহযোগিতায় বি এইচ আই চ্যানেল। বর্ধমান টাউন হলে সকাল সাতটায় সঙ্গীত সমাজের শিল্পীদের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে। 

 বর্ধমান সঙ্গীত সমাজের সভাপতি বিমলানন্দ রায় এর প্রাককথনের পর মূল অনুষ্ঠান শুরু হবে।

এবছর একক সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন গৌতম বন্দ্যোপাধ্যায়, স্বাতী তেওয়ারী, শুভপ্রসাদ নন্দী মজুমদার, বনানী চক্রবর্তী, চন্দা চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু মিত্র, শান্তনু চক্রবর্তী, মানব বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল নন্দী, শুভ্রা দাস, মণিকা ঠাকুর, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, আরাত্রিকা ভট্টাচার্য, সুনেত্রা মজুমদার, শর্মিতা সামন্ত রায়, শম্পা কোনার, শমী চক্রবর্তী, জয়া দাস, অনন্যা দত্ত, সুতপা দাস, দেবব্রত সামুই, অপর্ণা বিশ্বাস, চট্টোপাধ্যায়, সৌরভ রায়, লিলি দাস, লাভলী মন্ডল, পত্রালিকা দত্ত রায়, গার্গী দত্ত, সিতারা সুলতানা, পলাশ দাস, বর্ণালী কুণ্ডু, জয়তী ভৌমিক, নন্দিনী দত্ত, মৌসুমী চক্রবর্তী, সঞ্জয় ঘোষ, তাপস চট্টোপাধ্যায়, নীভা বটব্যাল, রীতা সাউ, তিতির হোসেন, ননী হাজরা, কৌশিকী কোনার, মণিকা দত্ত, বুলবুল সিনহা, সুকন্যা ভট্টাচার্য, অনন্যা গোস্বামী ও পলাশ হাজরা।

সম্মেলক সঙ্গীত পরিবেশনায় অংশ গ্রহণ করবে বর্ধমান সঙ্গীত সমাজ, আনন্দগান, আয়না, রুদ্রপলাশ, অনুরণন, সরলরেখা, ত্রিসপ্তক, সুরঙ্গনা, তবলা তরঙ্গ, সতীপ্রসাদ সঙ্গীত একাডেমী, ঐকতান, ভারতীয় গণনাট্য সংঘ, মুখর সংস্কৃতিক সংস্থা, মেঠো সুর, অপরাহ্নের আলো, লোককথা, আনন্দম, প্রতিধ্বনি।

পাঠ ও আবৃত্তিতে অংশ নেবেন ললিত কোনার, জয়ন্ত ঘোষ, কাকলি রায়, অনির্বাণ বিশ্বাস, অনুপম চট্টোপাধ্যায়, পম্পা দাস কান্ত, মৌসুমী মুখোপাধ্যায়, প্রবীর হালদার, পাঞ্চালী ঘোষ, শ্রাবস্তী পাঠক, শাশ্বতী মজুমদার, মমতা বেজ বাগ, শাশ্বতী রায় মজুমদার, সোমা রায়, স্মৃতিপর্ণা সাহা, রাখী রায়।

শিল্পীদের যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করবেন মানিক মজুমদার, অরুন দাস, দেবাশীষ দে, তন্ময় বিশ্বাস, আহেরী দাস, অনুপম রায়, ভাস্কর রায়চৌধুরী, প্রণব দে ও সন্দীপ দেবনাথ।

অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন সোমজিৎ হালদার, সুনেত্রা চক্রবর্তী, রাজেশ হালদার, শতভিষা চট্টোপাধ্যায়, সায়ন্তী হাজরা।

সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও নির্মাণে রয়েছেন বিমলানন্দ রায়, শ্যামল কুমার দাস, শান্তনু চক্রবর্তী, মানব বন্দ্যোপাধ্যায়, রাজেশ হালদার, জগন্নাথ ভৌমিক, কিংশুক রায়, সুকান্ত দাস, কৌস্তুভ রায়, প্রগতি মুখোপাধ্যায়, স্বপন দাস, কাজল গুহ ও দীপক দে।