Nazrul in memory and oblivion
টাউন হলে বর্ধমান সঙ্গীত সমাজের উদ্যোগে আয়োজিত হবে স্মরণে বিস্মরণে নজরুল
Sangbad Prabhati, 25 May 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জন্মদিনে নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছে বর্ধমান সঙ্গীত সমাজ অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে 'সংবাদ প্রভাতী' পত্রিকা, আলাপ ও সরলরেখা। ২৬ মে বর্ধমান টাউন হলে বিকেল ৪ টায় সঙ্গীত সমাজের শিল্পীদের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে।
বর্ধমান সঙ্গীত সমাজের সভাপতি বিমলানন্দ রায় এর প্রাককথনের পর মূল অনুষ্ঠান শুরু হবে।
বর্ধমান সঙ্গীত সমাজ এর সম্পাদক শান্তনু চক্রবর্তী জানান 'স্মরণে বিস্মরণে নজরুল' শীর্ষক অনুষ্ঠানে এবছর একক সঙ্গীত পরিবেশন করবেন স্বরাজ নিয়োগী, গৌতম বন্দ্যোপাধ্যায়, স্বাতী তেওয়ারী, লিলি দাস, লাভলী মন্ডল, সৌমিলি বসু, উজ্জ্বল নন্দী, অনন্যা দত্ত, মৌসুমী চক্রবর্তী, দেবব্রত সামুই, বিপাশা নন্দী নাগ, শমী চক্রবর্তী, গার্গী দত্ত, আরাত্রিকা ভট্টাচার্য, জয়তী ভৌমিক, সুতপা বন্দ্যোপাধ্যায়, অপর্ণা বিশ্বাস চট্টোপাধ্যায়, নিভা বটব্যাল, সানন্দা চ্যাটার্জ্জী, মিতালী দাঁ, প্রমা চৌধুরী, কৌশিকি কোনার, দেবদাস বন্দ্যোপাধ্যায়।
সম্মেলক সঙ্গীত পরিবেশন করবেন বর্ধমান সঙ্গীত সমাজ, সতীপ্রসাদ সঙ্গীত একাডেমী, তবলা তরঙ্গ সঙ্গীত একাডেমী, রুদ্রপলাশ, সরলরেখা, ইমনকল্যাণ ও ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীরা
পাঠ ও আবৃত্তি পরিবেশন করবেন ললিত কোণার, পম্পা দাস কান্ত, অনির্বাণ বিশ্বাস, অনুপম চট্টোপাধ্যায়, মৌসুমী মুখোপাধ্যায়, শাশ্বতী রায় মজুমদার, মমতা বেজ বাগ, প্রবীর হালদার, জয়া দাস, তনুজা পাঠক, সোমা রায় ও শাশ্বতী মজুমদার।
যন্ত্রানুষঙ্গে থাকছেন মাণিক মজুমদার, অরুণ দাস, দেবাশিস দে, তন্ময় বিশ্বাস, আহিরী দাস, অনুপম রায়, প্রণব দে ও সন্দীপ দেবনাথ।
উপস্থাপনায় থাকছেন সুনেত্রা চক্রবর্তী ও রাজেশ হালদার।
সমগ্র অনুষ্ঠানটি ভাবনা ও নির্মাণে রয়েছেন বিমলানন্দ রায়, শ্যামল কুমার দাস, দেবদত্ত চট্টোপাধ্যায়, শান্তনু চক্রবর্তী, জগন্নাথ ভৌমিক, মানব বন্দ্যোপাধ্যায়, রাজেশ হালদার, কিংশুক রায়, কাজল গুহ, সুকান্ত দাস, কৌস্তুভ রায়, প্রগতি মুখোপাধ্যায়।