Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

MP Topper students felicitation পূর্ব বর্ধমানে মাধ্যমিকের মেধা তালিকার স্থানাধিকারীদের সম্বর্ধিত করলো জেলা পরিষদ


 

MP Topper students felicitation

পূর্ব বর্ধমানে মাধ্যমিকের মেধা তালিকার স্থানাধিকারীদের সম্বর্ধিত করলো জেলা পরিষদ



Jagannath Bhoumick
Sangbad Prabhati, 22 May 2023

জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে নজির সৃষ্টি করেছে পূর্ব বর্ধমান জেলা। রাজ্যে দশের মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা থেকে ১৭ জন কৃতি ছাত্র-ছাত্রী জায়গা করে নিয়েছে। রাজ্যে সব জেলার মধ্যে পূর্ব বর্ধমান জেলা থেকেই সব থেকে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছে। সব থেকে বড় বিষয় রাজ্যে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পূর্ব বর্ধমান জেলা থেকেই হয়েছে। আজ মেধা তালিকায় স্থান আ ১২ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। 

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, মহঃ ইসমাইল, মিঠু মাঝি, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কাজল রায় সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ সহ সদস্য সদস্যারা।

কৃতী ছাত্র ছাত্রীদের শুভেচ্ছার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের স্তবক, মিষ্টি, পেন ও একটি অভিধান। জেলা পরিষদের কর্মকর্তাদের হাত থেকে সংবর্ধনা পেয়ে খুশী কৃতি ছাত্র ছাত্রীরা।

সভাধিপতি শম্পা ধাড়া বলেন এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলা থেকে ১৭ জন ছাত্র ছাত্রী এক থেকে দশম স্থান অধিকার করেছে। এদের মধ্যে পাঁচ জন ছাত্র ছাত্রী কে আগেই সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ১২ জন ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করা হলো।