Mother's day
মাতৃ দিবসে মায়েদের পাশে
Atanu Hazra
Sangbad Prabhati, 14 May 2023
Sangbad Prabhati, 14 May 2023
অতনু হাজরা, জামালপুর : মাতৃ দিবসে অসহায় মায়েদের পাশে দাঁড়ালেন জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা জেলা যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। আজ হালারা উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে ৬ জন অসহায় মা ও শিশুদের জন্য পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেন যাতে ছিল ডালিয়া, ছাতু, দুধ, ডিম, বিস্কুট, মাদার হরলিক্স সহ অন্যান্য কিছু জিনিস। সাথে সাথে বাচ্ছা শিশুদের ১ বছর বয়স পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর যোগানের দায়িত্ব নেন তিনি। তাঁর আজকের এই ব্যবহারে আপ্লুত অসহায় মেয়েরা। পাঞ্জাবকে দুহাত তুলে আশীর্বাদ করেন তাঁরা।