চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

Kabi pranam ২৫ বৈশাখে কবি প্রণাম



Kabi pranam
২৫ বৈশাখে কবি প্রণাম 


লিখেছেন ----------------

🔸 অভিজিৎ মিত্র
🔸 দিলীপ রঞ্জন ভাদুড়ী
🔸 শান্তনু সেন শর্মা


তোমার খোলা হাওয়া

অভিজিৎ মিত্র

                                আমি ডুবতে চাই
এ গুমোট ঘর
থমকালো হাওয়া
জানলাহীন আট ইঞ্চি ফোঁড়া গাঁথনি
হৃদ নেই
শুধু সময় যখন শরীরে ছয় গুণ আট
আবাকাস থেমে থেমে বিশাখ এসো
আগাম ঝড় ঝাপ্টা
উড়িয়ে তাড়িয়ে দাও স্মৃতি
টুকরো করে কাটো
                              একঘর হুহুভাসা জল
                              তুমি খোলাচুলে এসো
                              আমি ডুবতে চাই

###


কবি প্রনাম

দিলীপ রঞ্জন ভাদুড়ী

কবি গুরু রবীন্দ্র নাথ
তোমায় আজ করি প্রনাম,
জন্মদিনে সবাই আজ
একসুরে করবে নৃত্য গান।
তোমায় নিয়ে টানাটানি
শান্তিনিকেতনে শান্তি নাই,
উপাচার্য করছেন দাবি
অমর্তের জমি ,তোমার চাই।
রাজনীতির আসর বসেছে
শিক্ষা দীক্ষা, উচ্ছন্নে গেছে
নোবেল তোমার চুরি হয়েছে
চুরির দায় কে নিয়েছে!
সবুজে ঘেরা প্রকৃতি আজ
বন্দি হয়েছে প্রাচীর দিয়ে,
তোমার হাতে গড়া স্বপ্ন
গুমরে কাঁদছে ঘোমটা নিয়ে।
ছুঁড়ে দিয়েছিলে নাইট উপাধি
প্রতিবাদের মূর্ত প্রতীক,
দেখিয়ে গেছ দেশ বাসীকে
কোনটা বেঠিক ,কোনটা সঠিক।
তুমি ছিলে ব্যতিক্রমী
জাতি ভেদের, উর্ধে দেশ,
আজও তুমি অনন্য ঠাকুর
সাহিত্যে তোমার কথাই শেষ।
ক্ষমা করো, কবি গুরু আজ
আমরা মূর্খ,আমরা দীন ,হীন
তুমি ছাড়া , কে আছে বলো
আনতে পারে আবার সুদিন।

###

২৫ শে বোশেখ

শান্তনু সেন শর্মা

তুমি রবি কবি
নও জলছবি
আজও তুমি আছো বেঁচে,
হৃদয় জুড়ে
সরবে-নীরবে
আজও আছো তুমি কাছে।
তোমার সৃষ্টি
দিব্যদৃষ্টি
পরিধিতে সীমাহীন,
যেদিকে তাকাই
তোমাকেই পাই
তুমি যে চিরনবীন।
তোমা হতে খুঁজি
মাণিক্য মণি
হীরে জহরত মুক্ত,
যতটুকু চাই
তারও বেশি পাই
হৃদয় যে হয় সিক্ত।
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা মাঝে
তব সঙ্গীত আজিও যে বাজে
জুড়ায় এ মন খানি,
প্রতি ২৫ শের বোশেখ সকালে
কবিতায় গানে নৃত্যের তালে
শুনি তব জয়-ধ্বনি।

###