Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ICSE পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়


 

ICSE পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায় 


Sangbad Prabhati, 14 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ইংরেজি মাধ্যমের সর্বভারতীয় বোর্ডের পরীক্ষা আই সি এস ই (ICSE) পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। বর্ধমান শহরের পার্কাস রোড এলাকার বাসিন্দা সম্বিত মুখোপাধ্যায় ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়েছে। অর্থাৎ মোট ৯০০ নম্বরের পরীক্ষায় সম্বিতের প্রাপ্ত নম্বর ৮৯২। ইংরেজি বিষয়ে ৯৯, বাংলায় ৯৫, ইতিহাসে ১০০, ভূগোলে ৯৯, অঙ্কে ১০০, ফিজিক্সে ৯৯, কেমিস্ট্রি-তে ১০০, বায়োলজি-তে ১০০ এবং কম্পিউটার এপ্লিকেশনে ১০০ নম্বর পেয়েছে সম্বিত মুখোপাধ্যায়।

জানা গেছে, সম্বিত মুখোপাধ্যায় এর বাবা একজন কেমিক্যাল বিজ্ঞানী। মা দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা। সে ভবিষ্যতে একজন সফটওঅ্যার ইঞ্জিনিয়ার হতে চায়। 

অন্যদিকে দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের ছাত্রী অন্তরা দাঁ। তার প্রাপ্ত নম্বর ৯৯.৪০ শতাংশ।

শহর বর্ধমানের ছাত্র ছাত্রীদের এই অভাবনীয় সাফল্যে গর্বিত বর্ধমানের শিক্ষা মহল। খুশি দুই স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।