ICSE পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়
Sangbad Prabhati, 14 May 2023
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ইংরেজি মাধ্যমের সর্বভারতীয় বোর্ডের পরীক্ষা আই সি এস ই (ICSE) পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। বর্ধমান শহরের পার্কাস রোড এলাকার বাসিন্দা সম্বিত মুখোপাধ্যায় ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়েছে। অর্থাৎ মোট ৯০০ নম্বরের পরীক্ষায় সম্বিতের প্রাপ্ত নম্বর ৮৯২। ইংরেজি বিষয়ে ৯৯, বাংলায় ৯৫, ইতিহাসে ১০০, ভূগোলে ৯৯, অঙ্কে ১০০, ফিজিক্সে ৯৯, কেমিস্ট্রি-তে ১০০, বায়োলজি-তে ১০০ এবং কম্পিউটার এপ্লিকেশনে ১০০ নম্বর পেয়েছে সম্বিত মুখোপাধ্যায়।
জানা গেছে, সম্বিত মুখোপাধ্যায় এর বাবা একজন কেমিক্যাল বিজ্ঞানী। মা দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা। সে ভবিষ্যতে একজন সফটওঅ্যার ইঞ্জিনিয়ার হতে চায়।
অন্যদিকে দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের ছাত্রী অন্তরা দাঁ। তার প্রাপ্ত নম্বর ৯৯.৪০ শতাংশ।
শহর বর্ধমানের ছাত্র ছাত্রীদের এই অভাবনীয় সাফল্যে গর্বিত বর্ধমানের শিক্ষা মহল। খুশি দুই স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।