চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

HS result পূর্ব বর্ধমান জেলার শীর্ষে অনন্যা সামন্ত রাজ্যে পঞ্চম, রাজ্যের মেধা তালিকায় জেলার ৬ জন


 

HS result

পূর্ব বর্ধমান জেলার শীর্ষে অনন্যা সামন্ত রাজ্যে পঞ্চম, রাজ্যের মেধা তালিকায় জেলার ৬ জন


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 24 May 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সাফল্য পূর্ব বর্ধমান জেলার পরীক্ষার্থীরা। মোটের উপর পূর্ব বর্ধমান জেলার ফলাফল ভালোই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা থেকে ৬ জন ছাত্র ছাত্রী জায়গা করে নিয়েছে।

 জেলায় শীর্ষ স্থানে রয়েছে কাটোয়া মহকুমার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের অনন্যা সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। রাজ্যের মেধা তালিকায় পঞ্চম পঞ্চম স্থান দখল করেছে অনন্যা। 

এছাড়া কাটোয়ার দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সংযুক্তা বিশ্বাস ৪৮৯ নম্বর পেয়ে মেধাতালিকায় অষ্টম স্থান দখল করেছে।

এদিকে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র রূপঙ্কর ঘটক রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থানে রয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৭ জন ছাত্র রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিতে সক্ষম হলেও উচ্চ মাধ্যমিকে মাত্র এক জনই স্কুলের মুখ উজ্জ্বল করেছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী মোনালিসা পাল রাজ্যের মেধা তালিকায় নবম স্থান দখল করতে সক্ষম হয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮। উল্লেখযোগ্য ফলাফলের খবর পেয়ে মোনালিসার বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনের সৌরশ্মী দাস। সে ৪৮৮ নম্বর পেয়েছ।

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলা থেকে আরও একজন ছাত্র রাজ্যে দশের মেধা তালিকায় নবম স্থানে রয়েছে। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এর ছাত্র অপূর্ব মন্ডল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮।

এছাড়াও জেলায় বহু পরীক্ষার্থী ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে।