Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

HS result পূর্ব বর্ধমান জেলার শীর্ষে অনন্যা সামন্ত রাজ্যে পঞ্চম, রাজ্যের মেধা তালিকায় জেলার ৬ জন


 

HS result

পূর্ব বর্ধমান জেলার শীর্ষে অনন্যা সামন্ত রাজ্যে পঞ্চম, রাজ্যের মেধা তালিকায় জেলার ৬ জন


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 24 May 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সাফল্য পূর্ব বর্ধমান জেলার পরীক্ষার্থীরা। মোটের উপর পূর্ব বর্ধমান জেলার ফলাফল ভালোই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা থেকে ৬ জন ছাত্র ছাত্রী জায়গা করে নিয়েছে।

 জেলায় শীর্ষ স্থানে রয়েছে কাটোয়া মহকুমার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের অনন্যা সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। রাজ্যের মেধা তালিকায় পঞ্চম পঞ্চম স্থান দখল করেছে অনন্যা। 

এছাড়া কাটোয়ার দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সংযুক্তা বিশ্বাস ৪৮৯ নম্বর পেয়ে মেধাতালিকায় অষ্টম স্থান দখল করেছে।

এদিকে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র রূপঙ্কর ঘটক রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থানে রয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৭ জন ছাত্র রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিতে সক্ষম হলেও উচ্চ মাধ্যমিকে মাত্র এক জনই স্কুলের মুখ উজ্জ্বল করেছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী মোনালিসা পাল রাজ্যের মেধা তালিকায় নবম স্থান দখল করতে সক্ষম হয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮। উল্লেখযোগ্য ফলাফলের খবর পেয়ে মোনালিসার বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনের সৌরশ্মী দাস। সে ৪৮৮ নম্বর পেয়েছ।

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলা থেকে আরও একজন ছাত্র রাজ্যে দশের মেধা তালিকায় নবম স্থানে রয়েছে। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এর ছাত্র অপূর্ব মন্ডল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮।

এছাড়াও জেলায় বহু পরীক্ষার্থী ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে।