Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Deer Park রাজ্যের বনমন্ত্রীকে পূর্বস্থলি দক্ষিণ বিধানসভা এলাকায় মৃগ উদ্যান গড়ার প্রস্তাব


 

Deer Park 

রাজ্যের বনমন্ত্রীকে পূর্বস্থলি দক্ষিণ বিধানসভা এলাকায় মৃগ উদ্যান গড়ার প্রস্তাব 



Jagannath Bhoumick
Sangbad Prabhati, 4 May 2023

জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : পূর্বস্থলি ব্লকের বগপুরে মৃগ উদ্যান গড়তে উদ্যোগী হয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ৪ মে তিনি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে এবিষয়ে একটি লিখিত প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী স্বপন দেবনাথ এদিন সরাসরি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর সঙ্গে দেখা করে তাঁর হাতে প্রকল্পের প্রস্তাব তুলে দিয়েছেন। একই সঙ্গে তিনি দপ্তরের সচিবকেও প্রস্তাবের কপি দিয়ে অবহিত করেছেন।

মন্ত্রী স্বপন দেবনাথ বনমন্ত্রীকে লেখা পত্রে উল্লেখ করেছেন, আপনার অবগতির জন্য জানাই পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নং ব্লকের বগপুর গ্রাম পঞ্চায়েতের অধীন থানা নাদনঘাট, মৌজা- দামোদরপাড়া, দাগ নং- ৮৭৮, ও ৮-৭৯, জমির পরিমান জলাধারসহ ৪.৫ একর তফসিলভুক্ত জমিটিতে একটি মৃগ উদ্যান (হরিণ) করার প্রস্তাব রাখছি । তিনি আরও জানান ওই তফশীলভুক্ত জমিটিতে একটি জলাশয়ও আছে । এই জায়গাটি আমার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ওই তফসিল বর্ণিত জায়গাটিতে একটি মৃগ উদ্যান (হরিণ) করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য অনুরোধ রাখছি ।

জানা গেছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। তিনি প্রকল্পের খুঁটিনাটি বিষয় নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ এর সঙ্গে একপ্রস্থ আলোচনাও করেছেন। এই খবর এলাকায় জানাজানি হতেই স্থানীয় মানুষজন খুশিতে ডগমগ।