চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

প্রত্যন্ত গ্রামের মেয়ে মোনালিসা উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থানে


 

প্রত্যন্ত গ্রামের মেয়ে মোনালিসা উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থানে 


Atanu Hazra
Sangbad Prabhati, 24 May 2023

অতনু হাজরা, জামালপুর : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জামালপুরের মুখ উজ্জ্বল করলো। পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী মোনালিসা পাল রাজ্যে দশের মেধা তালিকায় নবম স্থান দখল করেছে। সে ৪৮৮ পেয়েছে। মোনালিসার বাবা গৌতম পাল ও মা মৌসুমী পালের একমাত্র কন্যা মোনালিসা। পারিবারিক অবস্থা ততটা স্বচ্ছন্দ নয় মোনালিসার। বাবা গৌতম পাল পেশায় একজন সেলসম্যান। বেশ কষ্টের সাথেই তাঁকে সংসার চালাতে হয়। সেই পরিবার থেকে এই চোখ ধাঁধানো রেজাল্ট করে তাক লাগিয়ে দিয়েছে মোনালিসা। রেজাল্ট ঘোষণার সাথে সাথেই তার বাড়িতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। অনেকেই আসেন শুভেচ্ছা জানাতে। খবর পেয়ে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ছুটে যান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। সঙ্গে ছিলেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক। উপহার হিসাবে তার হাতে সুন্দর একটি সরস্বতীর মূর্তি তুলে দেন মেহেমুদ খান। মোনালিসা বলে ভবিষ্যতে ডাব্লিউ বি সি এস অফিসার হতে চায়। তার বাবা বলেন, মেয়েকে তিনি তাঁর সাধ্যমত চেষ্টা করবেন পড়াতে। তিনি তাঁর মেয়ের ভবিষ্যতের পড়াশুনার জন্য সরকারের কাছ থেকে সাহায্য পাবার কথা বলেন। মেহেমুদ খান বলেন, মোনালিসা জামালপুরের গর্ব। ওর জন্য সত্যি আজ সকল জামালপুরবাসী গর্বিত। তিনি বলেন তার পড়াশুনার জন্য যে কোনো রকমের সাহায্য তাঁরা করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার বলেন, প্রথম থেকেই লেখাপড়ায় ভালো মোনালিসা। সে যেমন মেধাবী তেমনই খুবই নম্র, ভদ্র ও গুণী মেয়ে। সে যে ভালো রেজাল্ট করবে সে বিষয়ে তাঁরা আশাবাদী ছিলেন। কিন্তু এখন সে যা রেজাল্ট করেছে তাতে করে স্কুলের মুখ উজ্জ্বল হয়েছে। প্রধান শিক্ষক হিসাবে তিনি আজ গর্বিত। অনেক অনেক আশীর্বাদ করেন তিনি মোনালিসাকে। মোনালিসা আগামীতে কলকাতার লেডি ব্রেবোর্ণ বা বেথুন কলেজে পড়তে চায়। 

জামালপুর থানার পক্ষ থেকে সেকেন্ড অফিসার তাপস কুমার শীল ও সৌরভ তেওয়ারি মোনালিসার বাড়িতে গিয়ে তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।