Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Summer vacation রাজ্যের সমস্ত স্কুলে ২ মে থেকে গ্রীষ্মের ছুটি, বাদ দার্জিলিং ও কালিম্পং জেলা


 

Summer vacation

রাজ্যের সমস্ত স্কুলে ২ মে থেকে গ্রীষ্মের ছুটি, বাদ দার্জিলিং ও কালিম্পং জেলা 


Sangbad Prabhati, 13 April 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রচন্ড তাপপ্রবাহের জন্য বিদ্যালয় গুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে। আজই এই মর্মে স্কুল শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাপপ্রবাহের কারণে আগামী ২ মে থেকে প্রাথমিক থেকে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সহ রাজ্যের সকল জেলা শাসক এবং সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। 

তবে রাজ্যের অন্য সব স্কুলে ২ মে থেকে ছুটি পড়লেও দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে না৷ এসব জায়গায় স্কুল যেমন চলছে, তেমনই চলবে। এমনটাই জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের সচিব। আগের সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসের ২৪ তারিখ থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, গরমের ছুটি ২৪ মে'র বদলে ২ মে থেকে শুরু হয়ে যাবে।