Municipal market মিউনিসিপ্যাল মার্কেটের ১২ টি দোকানে তালা, ভাড়া বাকি থাকায় পৌরসভার কঠোর ব্যবস্থা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

Municipal market মিউনিসিপ্যাল মার্কেটের ১২ টি দোকানে তালা, ভাড়া বাকি থাকায় পৌরসভার কঠোর ব্যবস্থা

 


Municipal market

মিউনিসিপ্যাল মার্কেটের ১২ টি দোকানে তালা, ভাড়া বাকি থাকায় পৌরসভার কঠোর ব্যবস্থা 



Jagannath Bhoumick
Sangbad Prabhati, 10 April 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পৌরসভার মার্কেট গুলিতে বেশ কিছু দোকানদার দীর্ঘ কয়েক বছর ধরে ভাড়া না মেটানোয় নড়েচড়ে বসেছে বর্ধমান পৌর প্রশাসন। সোমবার বর্ধমান কোড কম্পাউন্ড এলাকায় অবস্থিত পৌরসভার হকার্স মার্কেটের বারোটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পৌর প্রশাসন। এমনটাই জানিয়েছেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার। তিনি বলেন ভাড়া না দিয়ে কোনভাবেই পৌরসভার মার্কেটে ব্যবসা করা যাবে না। ব্যবসা করতে গেলে পৌরসভার যথাযথ নিয়ম-কানুন মেনে নির্দিষ্ট সময়ে ভাড়া প্রদান করতে হবে। অনেকে আবার পৌরসভার দোকান ঘর গুলি ভাড়া দেওয়ার জন্য পোস্টার দিয়েছেন তাদের বিরুদ্ধেও করা ব্যবস্থা নেবে বর্ধমান পৌরসভা। কোনভাবেই বর্ধমান পৌরসভার দোকান ঘর ব্যবসা করার জন্য নিয়ে অন্য কাউকে ভাড়া দেওয়া যাবে না। এমন কোন ঘটনা ঘটে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বর্ধমান পৌরসভা। 

পৌরপতি পরেশচন্দ্র সরকার আরও বলেন, বিভিন্ন কাজ কর্মের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা হওয়ার ফলে পৌরসভার আয় অনেকটাই সংকুচিত হয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোয় এখনো আয়ের উৎস রয়েছে সেগুলোকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে, তার জন্যই বর্ধমান পৌরসভা উদ্যোগী হয়েছে।

Post a Comment

0 Comments